ক্ষমতাসীন প্রেসিডেন্টের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা সত্ত্বেও মালদ্বীপের নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছেন বিরোধী জোটের প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সবাইকে অবাক করে দিয়ে হেরে গেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।
সোমবার সকালে নির্বাচন কমিশনের প্রকাশ করা ফলাফলে দেখা গেছে, ‘ইবু’ নামে পরিচিত ইব্রাহিম মোহামেদ সলিহ পেয়েছেন ৫৮.৩% ভোট। বিপরীতে বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন পেয়েছেন ৪২%।
ফল প্রকাশের পর রাজধানীতে উল্লসিত সমর্থকদের উদ্দেশে বিজয়ী নেতা ইবু বলেন, আমরা ভালো ব্যবধানে জয়ী হয়েছি। আজ সুখের দিন, আশাবাদের দিন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। মালদ্বীপে আমরা একটা ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবো। আমি হবো দেশের সকলের প্রেসিডেন্ট।
তিনি জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য ইয়ামিনের প্রতি আহবান জানান।
বিবি/জেজে


























