চীনা পণ্যের ওপর সম্প্রতি আরোপিত মার্কিন শুল্ক আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। বিশ্বের দুই অর্থনৈতিক শক্তির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে সবচেয়ে বড় মাপের শুল্ক আরোপের ঘটনা এটি।
স্থানীয় সময় ১২:০১ মিনিট থেকে ১৫ হাজার ২০০ কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকর হয়েছে। মোট ২০ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলেও, আপাতত পুরোটা কার্যকর করা হয়নি।
মার্কিন শুল্কের জবাবে চীনও ৬ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করেছে।
জুলাই থেকে এখন পর্যন্ত ২৫ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।


























