০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ব্যাপারে রাশিয়ার সিদ্ধান্ত বড় ধরনের ভুল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ব্যাপারে যে খবর শোনা যাচ্ছে সেটা সত্য হলে রাশিয়ার সেটা পুনর্বিবেচনা করা দরকার।

অন্যদিকে মস্কো বলছে, দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইসরায়েলের বিমান বাহিনীর তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর সিরিয়াকে এস-৩০০ দেওয়ার সিদ্ধান্ত নেয় মস্কো।

ওই বিমান ধ্বংসের জন্য ইসরায়েলকে দায়ী করেছে মস্কো। যদিও বোল্টনের দাবি, ইরানি সেনাদের আগ্রাসী আচরণ থেকে ইসরায়েলি সেনারা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। নিজেকে রক্ষা করার বৈধ অধিকার ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ব্যাপারে রাশিয়ার সিদ্ধান্ত বড় ধরনের ভুল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ব্যাপারে যে খবর শোনা যাচ্ছে সেটা সত্য হলে রাশিয়ার সেটা পুনর্বিবেচনা করা দরকার।

অন্যদিকে মস্কো বলছে, দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইসরায়েলের বিমান বাহিনীর তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর সিরিয়াকে এস-৩০০ দেওয়ার সিদ্ধান্ত নেয় মস্কো।

ওই বিমান ধ্বংসের জন্য ইসরায়েলকে দায়ী করেছে মস্কো। যদিও বোল্টনের দাবি, ইরানি সেনাদের আগ্রাসী আচরণ থেকে ইসরায়েলি সেনারা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। নিজেকে রক্ষা করার বৈধ অধিকার ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিবি/এসআর