০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

কিমের প্রেমে পড়েছেন ট্রাম্প!

North Korea's leader Kim Jong Un (L) shakes hands with US President Donald Trump (R) at the start of their historic US-North Korea summit, at the Capella Hotel on Sentosa island in Singapore on June 12, 2018. - Donald Trump and Kim Jong Un have become on June 12 the first sitting US and North Korean leaders to meet, shake hands and negotiate to end a decades-old nuclear stand-off. (Photo by SAUL LOEB / AFP) (Photo credit should read SAUL LOEB/AFP/Getty Images)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রেমে পড়েছেন। আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার এক সমাবেশে এমনই এক মন্তব্য করলেন ট্রাম্প। খবর বিবিসির।

তিনি বলেন, শুরুতে আমরা অনেক খারাপ সম্পর্কে ছিলাম। কিন্তু এখন আমাদের মধ্যে অনেক ভাল একটা সম্পর্ক। আমরা একে অপরের প্রেমে পড়েছি।

তিনি আরো বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলাম। এটা বড় ভুল হতে যাচ্ছিলো। কিন্তু সেটা আর হয়নি। কিম এখন আমায় অনেক সুন্দর সুন্দর চিঠি পাঠায়। সত্যি সেগুলো অনেক চমৎকার।

তিনি ওই সমাবেশে বলেন, এখন হয়ত অনেকে ব্যঙ্গ করে বলবেন ডোনাল্ড ট্রাম্প কিমের প্রেমে পড়েছেন কি ভয়ানক।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

কিমের প্রেমে পড়েছেন ট্রাম্প!

প্রকাশিত : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রেমে পড়েছেন। আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার এক সমাবেশে এমনই এক মন্তব্য করলেন ট্রাম্প। খবর বিবিসির।

তিনি বলেন, শুরুতে আমরা অনেক খারাপ সম্পর্কে ছিলাম। কিন্তু এখন আমাদের মধ্যে অনেক ভাল একটা সম্পর্ক। আমরা একে অপরের প্রেমে পড়েছি।

তিনি আরো বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলাম। এটা বড় ভুল হতে যাচ্ছিলো। কিন্তু সেটা আর হয়নি। কিম এখন আমায় অনেক সুন্দর সুন্দর চিঠি পাঠায়। সত্যি সেগুলো অনেক চমৎকার।

তিনি ওই সমাবেশে বলেন, এখন হয়ত অনেকে ব্যঙ্গ করে বলবেন ডোনাল্ড ট্রাম্প কিমের প্রেমে পড়েছেন কি ভয়ানক।