অর্থ কেলেঙ্কারি মামলা দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘টেসলা’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক। সেইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ২০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।
শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের ভুয়া প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে টেসলার বিরুদ্ধে মামলা দায়ের করে আমেরিকার অর্থনৈতিক তদারকি সংস্থা সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মাস্কের বিরুদ্ধে মূল অভিযোগ, একাধিক অনিয়ম করে চুক্তি করেছেন এবং বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের ভুল তথ্য দিয়েছেন। ফলে একদিকে যেমন সংস্থার শেয়ারের দাম লাগামছাড়া বেড়েছে, তেমনই বিনিয়োগকারীরাও আরও বেশি শেয়ার কিনেছেন।
শুরু থেকেই মাস্কের একাধিক চুক্তির দাবি ঘিরে সন্দেহ প্রকাশ করে এসইসি। শুরু করে তদন্ত। সেই তদন্তে এলন মাস্কের বিনিয়োগ সংক্রান্ত একাধিক দাবি ভুয়া বলে প্রাথমিক ভাবে প্রমাণ পান এসইসি-র গোয়েন্দারা।
এরপর ২৭ সেপ্টেম্বর মামলা দায়ের হয়। তার জেরে এসইসি-র সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটে টেসলা। সেই সমঝোতা অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান তিনি।
উল্লেখ্য,২০০৩ সালে প্রতিষ্ঠিত মার্কিন সংস্থা টেসলা মূলত ইলেকট্রিক গাড়ি তৈরির জন্য বিশ্ববিখ্যাত। ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে বিশ্ব বাজারে এই সংস্থার কার্যত একছত্র আধিপত্য বলেও মনে করা হয়। সম্প্রতি মধ্যবিত্তের কথা মাথায় রেখে কম দামে ইলেকট্রিক গাড়ি বাজারে আনার কথা বলে হইচই ফেলে দিয়েছে। পাশপাশি ব্যাটারি এবং সৌরবিদ্যুৎ উৎপাদনেও টেসলা বিশ্বে অগ্রগণ্য।
সম্প্রতি মহাকাশে নিজেদের রকেট ও অভিযাত্রী পাঠানোর কথাও ঘোষণা করেছে তারা। এমন সংস্থায় এত বড় আর্থিক কেলেঙ্কারি সামনে চলে আসায় গাড়ি বাজারেও তার প্রভাব পড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।


























