আফগানিস্তানে নির্বাচনী মিছিলে আত্মঘাতি হামলায় হামলায় ১৩ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৩০ জন। মঙ্গলবার নাঙ্গাহার প্রদেশে এ ঘটনা ঘটে। বিবিসি।
আফগানিস্তানের জাতীয় সংসদ নির্বাচন আসছে ২০ অক্টোবর। এ উপলক্ষ্যে প্রার্থী আবদেল নাসের মোমান্দ নাঙ্গাহারের কামা জেলায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় হামলা চালায় এক আত্মঘাতি। এতে ১৩ জন নিহত হলেও ওই প্রার্থী বেঁচে আছেন। তিনি আহত হয়েছিলেন কিনা সেটি জানা যায়নি।
শুক্রবার থেকে আফগানিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারণা শুরু হয়। আগে থেকেই এ নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল। তালেবান ও আইএস উভয়ই এ নির্বাচন প্রত্যাখান করে প্রতিরোধের ডাক দিয়েছে।
বিবি/এসআর


























