০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্রকে নির্দেশ আদালতের

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। বুধবার দেওয়া ওই আদেশে মার্কিন নিষেধাজ্ঞা যেন বেসামরিক বিমান চলাচল, মানবিক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করায় কোনো প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালে ইরানের চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আইসিজেতে দায়ের করা অভিযোগে ইরানে বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে ১৯৫৫ সালে স্বাক্ষরিত সৌহার্দ্য চুক্তি লঙ্ঘন করেছে।

রায়ে বিচারক আব্দুলকাউই ইউসুফ বলেছেন, নিষেধাজ্ঞা যেন ‘ইরানে রপ্তানি করা ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, খাদ্যসামগ্রী ও কৃষিপণ্যসহ বেসামরিক বিমান নিরাপদে চলাচলের জন্য প্রয়োজনীয় সেবা ও পণ্যের ওপর কোনো প্রভাব না ফেলে।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাজ হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বিরোধপূণ বিষয় সম্পর্কে রায় দেওয়া। তবে এ রায় মানতে কোনো দেশ বাধ্য নয়। এমনকি এ রায় কার্যকর করার ক্ষমতাও নেই আদালতের।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্রকে নির্দেশ আদালতের

প্রকাশিত : ০৫:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। বুধবার দেওয়া ওই আদেশে মার্কিন নিষেধাজ্ঞা যেন বেসামরিক বিমান চলাচল, মানবিক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করায় কোনো প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালে ইরানের চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আইসিজেতে দায়ের করা অভিযোগে ইরানে বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে ১৯৫৫ সালে স্বাক্ষরিত সৌহার্দ্য চুক্তি লঙ্ঘন করেছে।

রায়ে বিচারক আব্দুলকাউই ইউসুফ বলেছেন, নিষেধাজ্ঞা যেন ‘ইরানে রপ্তানি করা ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, খাদ্যসামগ্রী ও কৃষিপণ্যসহ বেসামরিক বিমান নিরাপদে চলাচলের জন্য প্রয়োজনীয় সেবা ও পণ্যের ওপর কোনো প্রভাব না ফেলে।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাজ হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বিরোধপূণ বিষয় সম্পর্কে রায় দেওয়া। তবে এ রায় মানতে কোনো দেশ বাধ্য নয়। এমনকি এ রায় কার্যকর করার ক্ষমতাও নেই আদালতের।

বিবি/ইএম