০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

শুটিংসেট থেকে এখন মঞ্চে ব্যস্ততা অপুর

বিভিন্ন খবরের মাধ্যমে আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস। তবে নতুন কোনো ছবি নিয়ে নয়, দেশে বা দেশের বাইরে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে এখন নিয়মিত তিনি। কিছুদিনের মধ্যে আবারো সিঙ্গাপুরে একটি শোতে অংশ নেবেন অপু। সময়টা পাল্টে গেছে এক সময়ের ব্যস্ত এই নায়িকার। কিছুদিন আগে দুবাইয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেছে অপুকে। এবার আবারো দেশের বাইরে শোতে যাচ্ছেন তিনি।

সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে সেখানকার দর্শকদের মাতাতে ১৪ অক্টোবর আয়োজিত জমকালো অনুষ্ঠানে ভক্তদের গান শোনাবেন জেমস আর নাচ বাহারে মুগ্ধ করবেন অপু বিশ্বাস। তাদের সঙ্গে আরো যাচ্ছেন আতিক হাসান, তামান্না প্রমি, আফরোজা বেলী ও শান্তা জাহান।

অনেকদিন নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর নেই অপুর। মাঝে জানা যায়, কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তবে ছবির কাজ শেষ হওয়া বা পরবর্তী কোনো খবর জানা যায়নি। অন্যদিকে, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এ দেখা যাবে অপুকে। যেখানে তার বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। তবে আবারো অপুকে কবে পুরোদমে ছবিতে দেখা যাবে তা এখন অপেক্ষার।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

শুটিংসেট থেকে এখন মঞ্চে ব্যস্ততা অপুর

প্রকাশিত : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

বিভিন্ন খবরের মাধ্যমে আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস। তবে নতুন কোনো ছবি নিয়ে নয়, দেশে বা দেশের বাইরে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে এখন নিয়মিত তিনি। কিছুদিনের মধ্যে আবারো সিঙ্গাপুরে একটি শোতে অংশ নেবেন অপু। সময়টা পাল্টে গেছে এক সময়ের ব্যস্ত এই নায়িকার। কিছুদিন আগে দুবাইয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেছে অপুকে। এবার আবারো দেশের বাইরে শোতে যাচ্ছেন তিনি।

সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে সেখানকার দর্শকদের মাতাতে ১৪ অক্টোবর আয়োজিত জমকালো অনুষ্ঠানে ভক্তদের গান শোনাবেন জেমস আর নাচ বাহারে মুগ্ধ করবেন অপু বিশ্বাস। তাদের সঙ্গে আরো যাচ্ছেন আতিক হাসান, তামান্না প্রমি, আফরোজা বেলী ও শান্তা জাহান।

অনেকদিন নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর নেই অপুর। মাঝে জানা যায়, কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তবে ছবির কাজ শেষ হওয়া বা পরবর্তী কোনো খবর জানা যায়নি। অন্যদিকে, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এ দেখা যাবে অপুকে। যেখানে তার বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। তবে আবারো অপুকে কবে পুরোদমে ছবিতে দেখা যাবে তা এখন অপেক্ষার।

বিবি/রেআ