০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আসছে মিউজিক ভিডিও ‘মা’

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মা শিরোনামে একটি মিউজিক ভিডিও আসছে ওপেন আই ইউটিউব চ্যানেলে।গানটির কথা , সুর ও কন্ঠে রয়েছে আবিদুর রহমান নিপু। মা নিয়ে একটি ম্যাসেজ চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে গানটিতে।মিউজিক কম্পোজিশনে রয়েছে আকাশ মাহমুদ।মিউজিক মিক্স মাষ্টারে রয়েছে আশিক মাহমুদ।মিউজিক নির্দেশনায় রয়েছে ড্রিম মিউজিক। মিউজিক ভিডিও ব্যবস্থাপনায় রয়েছে এফ এম ব্যান্ড। ভিডিও এডিটিং এ রয়েছে ড্রিম মাল্টিমিডিয়া। মিউজিক ভিডিও পরিকল্পনায় ছিলেন সাবজান আক্তার মিনা। সার্বিক সহযোগীতায় ছিলেন এম এম রুবেল।

মা শিরোনামের গানটি নিয়ে মিউজিক ভিডিও কর্নধার আবিদুর রহমান নিপু জানান, মা কি ? তাকে আমরা কতটুকু মূল্যায়ন করি? আমি গানটিতে মাকে অবহেলা নয় কেবলই ভালোবাসার জন্য সব সন্তানকে আহবান করেছি। আশা করি দর্শক হৃদয় ছুয়ে যাবে গানটি শুনে।

আবিদুর রহমান নিপু একজন পেশাদার সাংবাদিক। তিনি ওপেন আই টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

আসছে মিউজিক ভিডিও ‘মা’

প্রকাশিত : ০৫:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মা শিরোনামে একটি মিউজিক ভিডিও আসছে ওপেন আই ইউটিউব চ্যানেলে।গানটির কথা , সুর ও কন্ঠে রয়েছে আবিদুর রহমান নিপু। মা নিয়ে একটি ম্যাসেজ চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে গানটিতে।মিউজিক কম্পোজিশনে রয়েছে আকাশ মাহমুদ।মিউজিক মিক্স মাষ্টারে রয়েছে আশিক মাহমুদ।মিউজিক নির্দেশনায় রয়েছে ড্রিম মিউজিক। মিউজিক ভিডিও ব্যবস্থাপনায় রয়েছে এফ এম ব্যান্ড। ভিডিও এডিটিং এ রয়েছে ড্রিম মাল্টিমিডিয়া। মিউজিক ভিডিও পরিকল্পনায় ছিলেন সাবজান আক্তার মিনা। সার্বিক সহযোগীতায় ছিলেন এম এম রুবেল।

মা শিরোনামের গানটি নিয়ে মিউজিক ভিডিও কর্নধার আবিদুর রহমান নিপু জানান, মা কি ? তাকে আমরা কতটুকু মূল্যায়ন করি? আমি গানটিতে মাকে অবহেলা নয় কেবলই ভালোবাসার জন্য সব সন্তানকে আহবান করেছি। আশা করি দর্শক হৃদয় ছুয়ে যাবে গানটি শুনে।

আবিদুর রহমান নিপু একজন পেশাদার সাংবাদিক। তিনি ওপেন আই টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

বিবি/ইএম