আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধে লড়াই করার টিকেট পেলেন সংগীতশিল্পী কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে তার হাতে মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়। এই আসনের বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ফলে এবার নাসিমের প্রতিদ্বন্দ্বী কনকচাঁপা।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে সিরাজগঞ্জ-১ আসনে লড়তে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন মোহাম্মদ নাসিম।
এদিকে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে কণ্ঠশিল্পী কনকচাঁপা সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ।
বিবি/জেজে


























