০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বগুড়ায় ৮০ প্রার্থীর মনোনয়ন দাখিল

বগুড়া জেলার সাতটি আসনে সর্বমোট ৮০ জন প্রার্থী গত বুধবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি সমর্থিত সর্বাধিক ১৮ জন প্রার্থী রয়েছেন আর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ৯ জন। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫ টা পর্যন্ত জেলার সাতটি নির্বাচনী এলাকায় সর্বমোট ৮০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সর্বোচ্চ মনোনয়ন জমা হয়েছে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১৬টি আর সর্বনিন্ম মনোনয়ন জমা হয়েছে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ টি করে ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি আব্দুল মান্নান, বিএনপি মনোনীত দুই প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম ও শোকরানা, জাতীয় পার্টির গোলাম মোস্তফা বাবু, জাসদের হাসান আকবর আফজাল, ইসলামী আন্দোলনের কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব টিপু সুলতান।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। এ আসনে বিএনপির কেউ মনোনয়ন জমা দেয়নি। আওয়ামীলীগ দলীয়ভাবে কাউকে মনোনয়ন না দিলেও মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তা ও আবুল কাসেম ফকির। মহাজোট প্রার্থী হিসাবে বর্তমান এমপি জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম জিন্নাহ মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া জামায়াত নেতা মোহাম্মাদ শাহাদুজ্জামান, মুসলিম লীগের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন।

বগুড়া-৩ ( আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিন প্রার্থী আওয়ামীলীগের কোন প্রার্থীই মনোনয়ন জমা দেননি। বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক এমপি যুদ্ধাপরাধ মামলার আসামী আব্দুল মোমিন তালুকদার খোকা এর পক্ষে তার স্ত্রী, মাসুদা মোমিন ও উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মুহিত তালুকদার। এছাড়া মহাজোট থেকে জাতীয় পার্টির বর্তমান এমপি এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের শাহজাহান আলী, বিএনএফর আব্দুল কাদের জিলানী, জাসদের অধ্যাপক নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন মন্ডল, আফজাল হোসেন, নুরুল ইসলাম ও আব্দুল মজিদ মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে আ.লীগ ছাড় দেয়ায় মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি জাসদ নেতা রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোশাররফ হোসেন, সাবেক এমপি জিয়াউল হক মোল­া, বিএনপি নেতা আনিছুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে আ.লীগের কাউকে মনোনয়ন দেয়া না হলেও মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ, আহসানুল হক, এডভোকেট ইউনুস আলী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াত নেতা উপজেলা চেয়ারম্যান মাও. তায়েব আলী, জাপা নেতা নুরুল আমিন বাচ্চু, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী সহ ১৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব হাবিবর রহমানের প্রতিদ্বন্দ্বি হিসাবে বিএনপি মনোনীত দুই প্রার্থী সাবেক এমপি গোলাম মো. সিরাজ ও জানে আলম খোকা মনোনয়ন দিয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ.লীগ নেতা তাহমিনা জামান হিমিকা , জাপা থেকে সাবেক জজ তাজ মোহাম্মাদ, জামায়াত থেকে স্বতন্ত্র প্রার্থী আল. দবিবুর রহমান,ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান চুন্নু, কমিউনিষ্ট পার্টির সন্তোষ কুমার পাল, জাসদের রাসেল মাহমুদ, এনপিপির আব্দুল নুর, ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম, বাসদের রঞ্জন কুমার দে, বিকল্প ধারার মাহবুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ছাড়াও বিকল্প প্রার্থী হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পৌর মেয়র এডভোকেট মাহবুবার রহমান ও রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দিয়েছেন। মহাজোট থেকে জাতীয় পার্টি (এরশাদ) নেতা বর্তমান এমপি নুরুল ইসলাম ওমর মনোনয়ন দিয়েছেন। এছাড়া কমিউনিষ্ট পার্টি থেকে আমিনুল ফরিদ, জাসদ থেকে এডভোকেট ইমদাদুল হক, বিএনফ থেকে জীবন রহমান, ইসলামী আন্দোলন থেকে আনম মামুনুর রশীদ, জাকের পার্টি থেকে ফয়সাল বিন শফিক ও স্বতন্ত্র আমিনুর রহমান টিপু মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র ছাড়াও বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও সরকার বাদল মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে মহাজোট প্রার্থী হিসাবে জাপা নেতা আমিনুল ইসলাম সরকার পিন্টু ও জাপা নেতা এডভোকেট আলতাব আলী মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন না পেলেও আ.লীগ নেতা ডা. মোস্তফা আলম নান্নু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম, বাসদের শহিদুল ইসলাম, ন্যাপের মনতেজার রহমান, স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা বেগম, রিয়াজুল মোর্শেদ, রেজাউল করিম বাবলু ও ফজলুল হক মনোনয়ন জমা দিয়েছেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

বগুড়ায় ৮০ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত : ০২:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮

বগুড়া জেলার সাতটি আসনে সর্বমোট ৮০ জন প্রার্থী গত বুধবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি সমর্থিত সর্বাধিক ১৮ জন প্রার্থী রয়েছেন আর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ৯ জন। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫ টা পর্যন্ত জেলার সাতটি নির্বাচনী এলাকায় সর্বমোট ৮০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সর্বোচ্চ মনোনয়ন জমা হয়েছে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১৬টি আর সর্বনিন্ম মনোনয়ন জমা হয়েছে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ টি করে ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি আব্দুল মান্নান, বিএনপি মনোনীত দুই প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম ও শোকরানা, জাতীয় পার্টির গোলাম মোস্তফা বাবু, জাসদের হাসান আকবর আফজাল, ইসলামী আন্দোলনের কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব টিপু সুলতান।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। এ আসনে বিএনপির কেউ মনোনয়ন জমা দেয়নি। আওয়ামীলীগ দলীয়ভাবে কাউকে মনোনয়ন না দিলেও মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তা ও আবুল কাসেম ফকির। মহাজোট প্রার্থী হিসাবে বর্তমান এমপি জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম জিন্নাহ মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া জামায়াত নেতা মোহাম্মাদ শাহাদুজ্জামান, মুসলিম লীগের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন।

বগুড়া-৩ ( আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিন প্রার্থী আওয়ামীলীগের কোন প্রার্থীই মনোনয়ন জমা দেননি। বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক এমপি যুদ্ধাপরাধ মামলার আসামী আব্দুল মোমিন তালুকদার খোকা এর পক্ষে তার স্ত্রী, মাসুদা মোমিন ও উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মুহিত তালুকদার। এছাড়া মহাজোট থেকে জাতীয় পার্টির বর্তমান এমপি এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের শাহজাহান আলী, বিএনএফর আব্দুল কাদের জিলানী, জাসদের অধ্যাপক নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন মন্ডল, আফজাল হোসেন, নুরুল ইসলাম ও আব্দুল মজিদ মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে আ.লীগ ছাড় দেয়ায় মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি জাসদ নেতা রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোশাররফ হোসেন, সাবেক এমপি জিয়াউল হক মোল­া, বিএনপি নেতা আনিছুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে আ.লীগের কাউকে মনোনয়ন দেয়া না হলেও মনোনয়ন জমা দিয়েছেন আ.লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ, আহসানুল হক, এডভোকেট ইউনুস আলী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াত নেতা উপজেলা চেয়ারম্যান মাও. তায়েব আলী, জাপা নেতা নুরুল আমিন বাচ্চু, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী সহ ১৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব হাবিবর রহমানের প্রতিদ্বন্দ্বি হিসাবে বিএনপি মনোনীত দুই প্রার্থী সাবেক এমপি গোলাম মো. সিরাজ ও জানে আলম খোকা মনোনয়ন দিয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ.লীগ নেতা তাহমিনা জামান হিমিকা , জাপা থেকে সাবেক জজ তাজ মোহাম্মাদ, জামায়াত থেকে স্বতন্ত্র প্রার্থী আল. দবিবুর রহমান,ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান চুন্নু, কমিউনিষ্ট পার্টির সন্তোষ কুমার পাল, জাসদের রাসেল মাহমুদ, এনপিপির আব্দুল নুর, ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম, বাসদের রঞ্জন কুমার দে, বিকল্প ধারার মাহবুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ছাড়াও বিকল্প প্রার্থী হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পৌর মেয়র এডভোকেট মাহবুবার রহমান ও রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দিয়েছেন। মহাজোট থেকে জাতীয় পার্টি (এরশাদ) নেতা বর্তমান এমপি নুরুল ইসলাম ওমর মনোনয়ন দিয়েছেন। এছাড়া কমিউনিষ্ট পার্টি থেকে আমিনুল ফরিদ, জাসদ থেকে এডভোকেট ইমদাদুল হক, বিএনফ থেকে জীবন রহমান, ইসলামী আন্দোলন থেকে আনম মামুনুর রশীদ, জাকের পার্টি থেকে ফয়সাল বিন শফিক ও স্বতন্ত্র আমিনুর রহমান টিপু মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র ছাড়াও বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও সরকার বাদল মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে মহাজোট প্রার্থী হিসাবে জাপা নেতা আমিনুল ইসলাম সরকার পিন্টু ও জাপা নেতা এডভোকেট আলতাব আলী মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন না পেলেও আ.লীগ নেতা ডা. মোস্তফা আলম নান্নু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম, বাসদের শহিদুল ইসলাম, ন্যাপের মনতেজার রহমান, স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা বেগম, রিয়াজুল মোর্শেদ, রেজাউল করিম বাবলু ও ফজলুল হক মনোনয়ন জমা দিয়েছেন।

বিবি/রেআ