আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। সকালে হোটেল সোনারগাঁয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশি-বিদেশি সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজার খানেক মানুষ দলটির ইশতেহা ঘোষণার অনুষ্ঠানে আমন্ত্রিত।
এবার দলটির ভিশন হতে পারে টোয়েন্টি সেভেনটি ওয়ান। এর আগে ২০০৮ সালের নির্বাচনে ভিশন- টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং ২০১৪ সালের নির্বাচনে ভিশন-টোয়েন্টি ফোরটি ওয়ান ছিল আওয়ামী লীগের ইশতেহারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ডেল্টাপ্লান-২১০০ বা শতবর্ষের পরিকল্পনার কথা। আওয়ামী লীগের ইশতেহারে সুর্নিদিষ্ট কর্ম-পরিকল্পনা থাকবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, বিদ্যুৎ-জ্বালানিসহ সব খাতের উন্নয়নে। গ্রাম হবে শহরের মত উন্নয়ন।
বিবি/জেজে


























