‘গণসংযোগ শুরু করেছি। গণসংযোগ বিষয়ে স্থানীয় প্রশাসন সহায়তা করছে। আপাতত কোনো সমস্যা নেই। তবে কিছুটা শঙ্কা তো থেকেই যায়।’
শুক্রবার সকাল থেকে তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের ধানের শীষের প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এসব কথা বলেন।
এ সময় তিনি বাড়িবাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তবে তার এ গণসংযোগের সময় বিএনপির দায়িত্বশীল কোনো নেতা সঙ্গে না থাকলেও স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা সঙ্গে ছিলেন। এ সময় কনকচাঁপাকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান।
রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, আমি আমার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলায় গণসংযোগ শুরু করেছি। গণসংযোগ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়া হলে প্রশাসন সহায়তা করছে। আপাতত কোনো সমস্যা নেই
বিবি/রেআ


























