আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর- ৬ আসনের নবাবগঞ্জ উপজেলায় এবার প্রচারে এগিয়ে নৌকা থাকলেও ধানের শীষের চেয়ে এগিয়ে আছে হাতপাখা।
দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ,বিরামপুর,ঘোড়াঘাট,হাকিমপুর) ৪ উপজেলার আয়তনে সবচেয়ে বড় নবাবগঞ্জ উপজেলায় এবার নির্বাচনী প্রচারে ভিন্নমাত্রা যোগ পেয়েছে প্রার্থীদের । এ আসনে নির্বাচনে প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের নৌকা, বিএনপি ও ঐক্যফ্রন্টের ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থীরা প্রচার চালাচ্ছে ভিন্নভিন্ন ভাবে।
এ উপজেলায় প্রচারে শিবলী সাদিক এর নৌকা মার্কা সব প্রার্থীর থেকে এগিয়ে আছেন। নির্বাচনের শেষ সময়ে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা একাট্টা হওয়ায় প্রচার কাজ চলছে জোরালো ভাবে। নৌকার পক্ষে প্রার্থী শিবলী সাদিক ও তার নেতাকর্মীরা দিনে-রাতে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ভোটারের বাড়ি বাড়ি যেয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছে।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লাইক কমেন্টে সরব থাকছে নৌকার পক্ষে প্রচারগুলোতে।হাটে-বাজারে বড় পর্দায় দেখানো হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র। আর গ্রামে গঞ্জের আনাকানাচে শোভা পাচ্ছে নৌকা মার্কার ফেস্টুন-ব্যানার।
অপর দিকে বিএনপির ধানের শীষের চেয়ে প্রচারে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী নুর আলম সিদ্দিকের হাতপাখা মার্কা। প্রচারে তাদেরকে হাটে-বাজারে বড় আকারের হাতপাখার প্রতীকি ও হ্যান্ডবিল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে দেখা গেছে। অপর দিকে বিএনপি ও ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী আনোয়ারুল ইসলামের প্রচার খুব কম দেখা গেছে। স্থানীয় বিএনপির মনোনিত প্রার্থী না হওয়া ও দলের একাধিক নেতাকর্মী বিভিন্ন মামলার আসামী হওয়ায় গ্রেফতার আতংকে তাদের প্রচার কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।
বিবি/রেআ


























