আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে সহিংসতা পরিহারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট দেওয়া হয়।
তরুণদের উচিয়ে ধরা লাল-সবুজ পতাকার উপর ‘শান্তির বীজ বপন করুন। যেমন কর্ম তেমন ফল’ লেখা পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টের সঙ্গে ইংরেজিতে লেখা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যেগুলোর বাংলা অর্থ- সহিংসতা পরিহার করুন, শান্তিপূর্ণভাবে ভোট দিন।
এছাড়া অপর একটি পোস্টে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গণতন্ত্রের সফলতা নির্ভর করে। আমরা আশা করি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত তরুণদের ছবিও প্রকাশ করা হয় দূতাবাসের অফিসিয়াল পেজে।
বিবি/রেআ


























