১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জনগণ ভুল করেনি, বিএনপিকে পাপের শাস্তি দিয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, জনগণ ভোট দিতে ভুল করেননি।

এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য প্রফেসর আব্দুল খালেক বলেছেন, এবারের নির্বাচনে মানুষ বিএনপিকে পাপের শাস্তি দিয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেফিন সিদ্দিক ও প্রফেসর আব্দুল খালেক।আরেফিন সিদ্দিক বলেন, নৌকার জয় মানেই গণমানুষের জয়। বাঙালি আর বিভ্রান্তির রাজনীতিতে বিশ্বাস রাখে না। ঐক্যফ্রন্ট জামায়াতকে নিয়ে বিভ্রান্তির রাজনীতি করেছে। এই রাজনীতি মানুষকে আহত করেছে। আমরা অবাক হয়েছি, ড. কামাল হোসেনের মতো মানুষ কী করে জামায়াতের সঙ্গে জোট করে! রাজনীতিবিদরা ভুল করলেও সাধারণ মানুষ ভুল করেনি।

তিনি বলেন, এবার নির্বাচনে উৎসব ছিল, তার প্রমাণ হচ্ছে ঢাকার চিত্র। এর আগে কখনো এমন চিত্র দেখা যায়নি। নির্বাচনের দু’দিন আগেই পুরো ঢাকা ফাঁকা হয়ে গেল। ঈদের আগেও ঢাকা এত ফাঁকা হয় না। তার মানে সকল ভোটার গ্রামে চলে গেল ভোট দিতে। তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল নৌকা প্রতীকের বড় ধরনের জয় হবে।

ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, আমাদের রাজনীতির অপসংস্কৃতি হচ্ছে, ভোটে হারলে নানা অভিযোগ সামনে আনা। কারচুপির অভিযোগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তবে মানুষ আর এমন অপসংস্কৃতির রাজনীতিতে বিশ্বাস রাখে না। জনগণের সরকার ক্ষমতায় এসে জনকল্যাণে কাজ করে সকল বিভ্রান্তি দূর করবে বলে আমার বিশ্বাস। আর জনগণও এই সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখবে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য প্রফেসর আব্দুল খালেক বলেছেন, এবারের নির্ববচনে মানুষ বিএনপিকে পাপের শাস্তি দিয়েছে। রাজনীতির নামে বিএনপি মানুষের সঙ্গে যে অন্যায় করেছে, তার ফল আমরা ভোটে দেখতে পেলাম।

নির্বাচন পরিস্থিতি নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় আব্দুল খালেক বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে আমাদের সে বিশ্বাস আগে থেকেই ছিল। জনগণ আওয়ামী লীগকে বিজয়ী করতে অপেক্ষায় ছিল। ৩০ তারিখের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট উৎসব পালন করেছে।
প্রশ্ন হচ্ছে, নির্বাচনে বিরোধীপক্ষের অবস্থান নিয়ে। তারা তো মাঠে ছিল না। এমনকী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে প্রচারে নামবে সে শক্তিও ছিল না। তাহলে বিএনপিকে ভোট দেব কেন? ভোট পাইতে হলে কেন্দ্রে অবস্থান করতে হয়। আমরা সরকারবিরোধী জোটের মধ্যে সে অবস্থান দেখিনি। এ কারণে হয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যা ভোটের সার্বিক ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে পারে না, উল্লেখ করেন তিনি।

এবার নৌকার পক্ষে জোয়ার উঠেছিল দাবি করে তিনি বলেন, এমন জোয়ারে অন্যরা ভেসে যাবে, এটি দৃশ্যমান ছিল আগে থেকেই। ১৯৭০ সালের নির্বাচনেও নৌকার পক্ষে এমন জোয়ার দেখেছিলাম। ১৯৫৪ সালেও মানুষ এমন জোয়ারে অংশ নিয়ে ভোট দিয়েছিল। যদিও ওই দুটি নির্বাচনের প্রেক্ষাপট আলাদা ছিল। নির্বাচন দুটিতে জাতিসত্তা গুরুত্ব পেয়েছিল।

এবার মানুষ মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়নের পক্ষে জোয়ার ভাসিয়েছে। এমন ফলাফলে অনেকেই অবাক হচ্ছে। কিন্তু নির্বাচনে জোয়ার উঠলে অনেক সময় হিসাব মেলানো যায় না, যোগ করেন তিনি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জনগণ ভুল করেনি, বিএনপিকে পাপের শাস্তি দিয়েছে

প্রকাশিত : ১১:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, জনগণ ভোট দিতে ভুল করেননি।

এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য প্রফেসর আব্দুল খালেক বলেছেন, এবারের নির্বাচনে মানুষ বিএনপিকে পাপের শাস্তি দিয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেফিন সিদ্দিক ও প্রফেসর আব্দুল খালেক।আরেফিন সিদ্দিক বলেন, নৌকার জয় মানেই গণমানুষের জয়। বাঙালি আর বিভ্রান্তির রাজনীতিতে বিশ্বাস রাখে না। ঐক্যফ্রন্ট জামায়াতকে নিয়ে বিভ্রান্তির রাজনীতি করেছে। এই রাজনীতি মানুষকে আহত করেছে। আমরা অবাক হয়েছি, ড. কামাল হোসেনের মতো মানুষ কী করে জামায়াতের সঙ্গে জোট করে! রাজনীতিবিদরা ভুল করলেও সাধারণ মানুষ ভুল করেনি।

তিনি বলেন, এবার নির্বাচনে উৎসব ছিল, তার প্রমাণ হচ্ছে ঢাকার চিত্র। এর আগে কখনো এমন চিত্র দেখা যায়নি। নির্বাচনের দু’দিন আগেই পুরো ঢাকা ফাঁকা হয়ে গেল। ঈদের আগেও ঢাকা এত ফাঁকা হয় না। তার মানে সকল ভোটার গ্রামে চলে গেল ভোট দিতে। তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল নৌকা প্রতীকের বড় ধরনের জয় হবে।

ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, আমাদের রাজনীতির অপসংস্কৃতি হচ্ছে, ভোটে হারলে নানা অভিযোগ সামনে আনা। কারচুপির অভিযোগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তবে মানুষ আর এমন অপসংস্কৃতির রাজনীতিতে বিশ্বাস রাখে না। জনগণের সরকার ক্ষমতায় এসে জনকল্যাণে কাজ করে সকল বিভ্রান্তি দূর করবে বলে আমার বিশ্বাস। আর জনগণও এই সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখবে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য প্রফেসর আব্দুল খালেক বলেছেন, এবারের নির্ববচনে মানুষ বিএনপিকে পাপের শাস্তি দিয়েছে। রাজনীতির নামে বিএনপি মানুষের সঙ্গে যে অন্যায় করেছে, তার ফল আমরা ভোটে দেখতে পেলাম।

নির্বাচন পরিস্থিতি নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় আব্দুল খালেক বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে আমাদের সে বিশ্বাস আগে থেকেই ছিল। জনগণ আওয়ামী লীগকে বিজয়ী করতে অপেক্ষায় ছিল। ৩০ তারিখের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট উৎসব পালন করেছে।
প্রশ্ন হচ্ছে, নির্বাচনে বিরোধীপক্ষের অবস্থান নিয়ে। তারা তো মাঠে ছিল না। এমনকী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে প্রচারে নামবে সে শক্তিও ছিল না। তাহলে বিএনপিকে ভোট দেব কেন? ভোট পাইতে হলে কেন্দ্রে অবস্থান করতে হয়। আমরা সরকারবিরোধী জোটের মধ্যে সে অবস্থান দেখিনি। এ কারণে হয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যা ভোটের সার্বিক ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে পারে না, উল্লেখ করেন তিনি।

এবার নৌকার পক্ষে জোয়ার উঠেছিল দাবি করে তিনি বলেন, এমন জোয়ারে অন্যরা ভেসে যাবে, এটি দৃশ্যমান ছিল আগে থেকেই। ১৯৭০ সালের নির্বাচনেও নৌকার পক্ষে এমন জোয়ার দেখেছিলাম। ১৯৫৪ সালেও মানুষ এমন জোয়ারে অংশ নিয়ে ভোট দিয়েছিল। যদিও ওই দুটি নির্বাচনের প্রেক্ষাপট আলাদা ছিল। নির্বাচন দুটিতে জাতিসত্তা গুরুত্ব পেয়েছিল।

এবার মানুষ মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়নের পক্ষে জোয়ার ভাসিয়েছে। এমন ফলাফলে অনেকেই অবাক হচ্ছে। কিন্তু নির্বাচনে জোয়ার উঠলে অনেক সময় হিসাব মেলানো যায় না, যোগ করেন তিনি।

বিবি/ ইএম