সরকারি উন্নয়ন কাজের যথার্থতা নিশ্চিত করতে চান নড়াইল-২ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রাথী মাশরাফি বিন মর্তুজা। বিজয়ের পর সাংবাদিকদের সাথে গতকাল সোমবার ৩১ ডিসেম্বর দুুপুরে নড়াইলের তাহেরা কমিউনিটি সেন্টারে তার প্রতিক্রিয়ার এ কথা বলেন মাশরাফি।
এছাড়া মাশরাফি বলেন, নড়াইলের সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নে কাজ করতে চান। নড়াইল থেকে মাদকের প্রভাব দুর করাসহ সমষ্টিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া খেলাধুলার উন্নয়নেও কাজ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। মাশরাফির বিজয়ে তাকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে মাশরাফির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ।
বিবি/রেআ


























