বিনা প্রতিদ্বন্দ্বীতায় উত্তরবঙ্গের কনিষ্ঠতম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠতম পুত্র শাহিনুজ্জামান শাহিন।
২৭ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার শাফিউল ইসলাম ০৫.৪৩.৭৬০০.০১০.১৫.০৬৬.১৯.২৪৫ স্বারকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ২৪ এর উপ-বিধি (১) অনুযায়ী দ্বিতীয় ধাপে শাহিনুজ্জামান শাহিন কে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেন।
শাহিনুজ্জামান শাহিন তার রাজনৈতিক জীবনে শুরুতেই সুজানগর উপজেলা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন, এরপর একাধারে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সুজানগর কেন্দ্রীয় জামে মসজিদের সদস্য, শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সভাপতি, সুজানগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, শহীদ স্মৃতি পাঠাগারে সাধারণ সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
তার পিতা মরহুম আবুল কাশেম মাস্টার আওয়ামী লীগের একজন পরীক্ষিত জননেতা ছিলেন, এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে সব সময়ই পাশে থেকেছেন। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১৯৭৪-২০০৪ খ্রী., সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (দুই বার), সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ২০০৪-২০১৬ খ্রী. ১লা অক্টোবর, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ২০১৪-২০১৬ খ্রী. ১লা অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় ইন্তেকাল করেন।
শাহিনুজ্জামান শাহিন তার পিতার অবর্তমানে নির্বাচনীও এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে-আপদে সব সময় পাশে থেকেছেন, দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার কারণে, সার্বিক বিচারে দলের জন্য ত্যাগী, শ্রমদানকারী এবং দলীয় মমত্ববোধেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুজানগর উপজেলায় দলীয় মনোনয়ন দেন।
শাহিনুজ্জামান শাহিন ১৯৯৭ সালে সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে, ঢাকা কলেজে থেকে লেখা-পড়া শেষ করে, মাটির টানে এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, তার পিতা ও বঙ্গবন্ধুর আর্দশ বুকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন।
এ সকল কর্মকাণ্ডেই অল্প বয়সেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মন জয় করেন, আর এরই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় উত্তরবঙ্গের কনিষ্ঠতম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।
উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন প্রদান করায় জননেত্রী, মানবতার মা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের মানসকন্যা, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধরণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অপর দিকে পাবনা সদর উপজেলার চেয়ারম্যান পদে আলহাজ্ব মোশারফ হোসেনকে (আওয়ামীলীগ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। পাবনা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে গোলাম আজম শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহার রেখা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বিবি/জেজে





















