সেদিন তুমি ছিলে অনেক দূরে।
আমি ছিলাম নীল শাড়ি পড়ে নদীর পাড়ে।
বসেছিলাম শাড়ির আঁচল বিছিয়ে।
চারিদিকে কাশফুল দুলেছিল বাতাসে ।
আকাশে পাখি উড়ছিল
ডানা মেলে মাথার উপর দিয়ে।
পাল তুলে নৌকা যাচ্ছে হেলেদুলে।
কদম গাছ সেজেছিল ফুল দিয়ে।
হঠাৎ তুমি এলে বাঁশি নিয়ে
বাঁশির সুর দিয়ে পাগল করলে আমাকে।
দুই হাত দিয়ে হাঁটুর উপর ভর করে
চেয়েছিলাম তোমার দিকে।
তুমি দুটি চোখ বন্ধ করে
বাঁশি বাজিয়েছিলে মুগ্ধ সুরে।
হঠাৎ চেয়ে তাকালে আমার দিকে ।
দেখলে বাঁশির সুরে মোহিত হয়ে
চেয়ে আছি তোমার দিকে।
তোমার প্রেমে পড়ে
মুখ ফুটে বলতে হয়নি ভালোবাসি তোমাকে।
তার আগেই বুঝে গেলে ভালোবাসি তোমাকে।
বিজনেস বাংলাদেশ-/ইএম