বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে মারা গেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)
এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই মনির উদ্দীন খান।
জানা যায়, বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিন তিন বারের সংসদ সদস্য। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
দ্রুত সময়ের মধ্যে মরহুমের মরদেহ বাংলাদেশে আনা হবে বলে তার পরিবার জানিয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























