০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সাবেক প্রেমিক দেখে কারিনার পোজে ভাটা!

কারিনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। সেখানে রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন বলিউড বেগম কারিনা কাপুর। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তিনি।

কিন্তু আচমকাই সেই পোজের- স্রোতে ভাটা নেমে আসে। থমকে যান কারিনা। যা দেখে পাপারাৎিজর ভ্রুও বেশ কিছুটা কুঁচকে যায়। কিন্তু কেউই বুঝতে পারছিলেন না কারিনা কেন চুপ করে গেলেন। খানিক পরই সব দৃশ্য পরিষ্কার হলো।

কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কারিনার সাবেক প্রেমিক শহিদ কাপুরকে। মূলত তাকে দেখেই গুটিয়ে যান কারিনা। ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করেন বেবো বেগম।

এরপর দেখা যায় কারিনার মিডিয়া ম্যানেজার নিজে সেখানে হাজির হন। তিনিই এরপর বেবোকে ক্যামেরার ফ্ল্যাশ থেকে বের করে নিয়ে যান। ওই ঘটনার সঙ্গে সঙ্গে কারিনা পাপারাৎিজকে পোজ দেওয়ার পাশাপাশি ‘বাইট’ দেওয়াও বন্ধ করে দেন। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

সাবেক প্রেমিক দেখে কারিনার পোজে ভাটা!

প্রকাশিত : ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

কারিনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। সেখানে রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন বলিউড বেগম কারিনা কাপুর। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তিনি।

কিন্তু আচমকাই সেই পোজের- স্রোতে ভাটা নেমে আসে। থমকে যান কারিনা। যা দেখে পাপারাৎিজর ভ্রুও বেশ কিছুটা কুঁচকে যায়। কিন্তু কেউই বুঝতে পারছিলেন না কারিনা কেন চুপ করে গেলেন। খানিক পরই সব দৃশ্য পরিষ্কার হলো।

কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কারিনার সাবেক প্রেমিক শহিদ কাপুরকে। মূলত তাকে দেখেই গুটিয়ে যান কারিনা। ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করেন বেবো বেগম।

এরপর দেখা যায় কারিনার মিডিয়া ম্যানেজার নিজে সেখানে হাজির হন। তিনিই এরপর বেবোকে ক্যামেরার ফ্ল্যাশ থেকে বের করে নিয়ে যান। ওই ঘটনার সঙ্গে সঙ্গে কারিনা পাপারাৎিজকে পোজ দেওয়ার পাশাপাশি ‘বাইট’ দেওয়াও বন্ধ করে দেন। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।