১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দেবকে যা বললেন রুক্মিণী

দেব এবং রুক্মিণী

দেবের সঙ্গে মনোমালিন্য রুক্মিণীর? তার তাই প্রকাশ্যেই দেবকে ‘শয়তান’ বললেন তিনি। কিন্তু কেন? সম্প্রতি শিল্পা শেট্টির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দেব। এক আর্টহাউজ উদ্বোধনের জন্য শহরে এসেছিলেন শিল্পা। দেবও আমন্ত্রিত ছিলেন সেখানে। সেই অনুষ্ঠানেই শিল্পার সঙ্গের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব।

শিল্পার সঙ্গে মানিয়েছিলেও বেশ দেবকে। হলুদ টি-শার্টে একেবারে পারফেক্ট। আর দেব-শিল্পার ওই ছবি দেখেই দেবের ‘গুড ফ্রেন্ড’ রুক্মিণী লিখেছেন, এই শয়তান।

শিল্পার সঙ্গে দেবের ওই ছবি দেখে রুক্মিণী কি একটু জেলাস? না কি নিছকই মজা? মজা বা ঈর্ষা…যাই হোক না কেন রুক্মিণীর ওই কমেন্ট নেটিজেনরা যে বেশ উপভোগ করেছেন তা বলাই যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

দেবকে যা বললেন রুক্মিণী

প্রকাশিত : ০৫:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০

দেবের সঙ্গে মনোমালিন্য রুক্মিণীর? তার তাই প্রকাশ্যেই দেবকে ‘শয়তান’ বললেন তিনি। কিন্তু কেন? সম্প্রতি শিল্পা শেট্টির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দেব। এক আর্টহাউজ উদ্বোধনের জন্য শহরে এসেছিলেন শিল্পা। দেবও আমন্ত্রিত ছিলেন সেখানে। সেই অনুষ্ঠানেই শিল্পার সঙ্গের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব।

শিল্পার সঙ্গে মানিয়েছিলেও বেশ দেবকে। হলুদ টি-শার্টে একেবারে পারফেক্ট। আর দেব-শিল্পার ওই ছবি দেখেই দেবের ‘গুড ফ্রেন্ড’ রুক্মিণী লিখেছেন, এই শয়তান।

শিল্পার সঙ্গে দেবের ওই ছবি দেখে রুক্মিণী কি একটু জেলাস? না কি নিছকই মজা? মজা বা ঈর্ষা…যাই হোক না কেন রুক্মিণীর ওই কমেন্ট নেটিজেনরা যে বেশ উপভোগ করেছেন তা বলাই যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান