০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

খান পরিবারের সদস্যের সঙ্গে ক্যাটরিনা

কয়েক দিন পরেই মুক্তি পাবে সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’।  অনেকদিন পর অনস্ক্রিন এই জুটিকে দেখবেন দর্শক।   কিন্তু তার আগে সালমান নন, খান পরিবারেরই অন্য এক সদস্যের সঙ্গে ডেট করলেন ক্যাটরিনা।

 

এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা।  কারণ সম্প্রতি রানি মুখার্জি-আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে অর্পিতার ছেলে আহিলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান ক্যাটরিনা।  আর সেই ছবি ভিডিও পোস্ট করে অর্পিতা লেখেন, ‘আহিলস্ ডেট অ্যাট আদিরাস্ পার্টি। ’

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

খান পরিবারের সদস্যের সঙ্গে ক্যাটরিনা

প্রকাশিত : ০৯:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

কয়েক দিন পরেই মুক্তি পাবে সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’।  অনেকদিন পর অনস্ক্রিন এই জুটিকে দেখবেন দর্শক।   কিন্তু তার আগে সালমান নন, খান পরিবারেরই অন্য এক সদস্যের সঙ্গে ডেট করলেন ক্যাটরিনা।

 

এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা।  কারণ সম্প্রতি রানি মুখার্জি-আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে অর্পিতার ছেলে আহিলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান ক্যাটরিনা।  আর সেই ছবি ভিডিও পোস্ট করে অর্পিতা লেখেন, ‘আহিলস্ ডেট অ্যাট আদিরাস্ পার্টি। ’