০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী পুরুষ শহিদ

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর ‘সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান’ খেতাব জিতেছেন। চলতি বছর এশিয়ার আবেদনময়ী ৫০ পুরুষের তালিকায় শীর্ষে রয়েছেন এ অভিনেতা।

গত বছর তালিকার সপ্তম স্থানে ছিলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই-এর করা জরিপে এমন তথ্য প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে শহিদ কাপুর বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই খেতাব পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। আমি মনে করি, আবেদনময়ী হওয়ার বিষয়টি শুধু শারীরিক নয়, মানসিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হয়। এটি আমার সেই সকল ভক্তকে উৎসর্গ করছি, যারা আমাকে ভালোবাসেন ও সহযোগিতা করেন।’

এ জরিপে দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃতিক রোশান। টানা দুইবার তালিকার শীর্ষে থাকা পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ পপ তারকা জায়ান মালিক এবার রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’খ্যাত টিভি অভিনেতা ভিভিয়ান দিসেনা। এছাড়া ‘সিয়া কে রাম’খ্যাত অভিনেতা আশীষ শর্মা পঞ্চম স্থানে রয়েছেন। তালিকায় শীর্ষ দশের মধ্যে আরো রয়েছেন- ফাওয়াদ খান (ষষ্ঠ), সালমান খান (সপ্তম), গুরমীত চৌধুরী (অষ্টম), রণবীর সিং (নবম) এবং বিরাট কোহলি (দশম)।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী পুরুষ শহিদ

প্রকাশিত : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর ‘সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান’ খেতাব জিতেছেন। চলতি বছর এশিয়ার আবেদনময়ী ৫০ পুরুষের তালিকায় শীর্ষে রয়েছেন এ অভিনেতা।

গত বছর তালিকার সপ্তম স্থানে ছিলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই-এর করা জরিপে এমন তথ্য প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে শহিদ কাপুর বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই খেতাব পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। আমি মনে করি, আবেদনময়ী হওয়ার বিষয়টি শুধু শারীরিক নয়, মানসিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হয়। এটি আমার সেই সকল ভক্তকে উৎসর্গ করছি, যারা আমাকে ভালোবাসেন ও সহযোগিতা করেন।’

এ জরিপে দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃতিক রোশান। টানা দুইবার তালিকার শীর্ষে থাকা পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ পপ তারকা জায়ান মালিক এবার রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’খ্যাত টিভি অভিনেতা ভিভিয়ান দিসেনা। এছাড়া ‘সিয়া কে রাম’খ্যাত অভিনেতা আশীষ শর্মা পঞ্চম স্থানে রয়েছেন। তালিকায় শীর্ষ দশের মধ্যে আরো রয়েছেন- ফাওয়াদ খান (ষষ্ঠ), সালমান খান (সপ্তম), গুরমীত চৌধুরী (অষ্টম), রণবীর সিং (নবম) এবং বিরাট কোহলি (দশম)।