০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আইফ্লিক্স অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে ‘ডুব’

আইফ্লিক্স অ্যাপে উপভোগ করা যাবে ইরফান খান অভিনীত ও প্রযোজিত আলোচিত চলচ্চিত্র ডুব। আজ থেকে আইফ্লিক্সের গ্রাহকরা সরাসরি বা ডাউনলোড করে দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ছবি ডুব। ডুব মুক্তির দুই মাস পর অ্যাপে অবমুক্ত করা হল। গত অক্টোবরে বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে মুক্তি পাওয়ার পর আলোচনার ঝড় তোলে।

সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সারোয়ার ফারূকী। জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ এবং ইরফান খান যৌথভাবে এই ছবি প্রযোজনা করেন।জুরাসিক ওয়ার্ল্ড এবং লাইফ অব পাই খ্যাত অভিনেতা ইরফান খান এই ছবিতে জাভেদ হাসান চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। জীবনের মধ্যাহ্নের সঙ্কটে তিনি তার মেয়ে সাবেরির বাল্যবন্ধু নিতুর সঙ্গে সর্ম্পকে জড়িয়ে পড়েন। যা তার পরিবারের মধ্যে ধাক্কা দেয় এবং ভাঙ্গনের শুরু হয়। সিনেমায় সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নিতু চরিত্রে পার্নো মিত্রা এবং মায়া চরিত্রে রোকেয়া প্রাচী অভিনয় করেছেন।

ডুব-নো বেড ফর রোজেজ ইতিমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাংহাই আন্তর্জাতিক চলচিত্র উৎসব, ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচিত্র উৎসব, ভেনকৌভার আন্তর্জাতিক চলচিত্র উৎসব ছাড়াও বুসান আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ডুব।
আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‌‘আইফ্লিক্সের ডুব যুক্ত হওয়াটা একটা অসাধারণ মাইলফলক। এর মাধ্যমে আমরা স্থানীয় বিনোদনকে ছড়িয়ে দেয়ার যে প্রতিশ্রুতি ছিল তা কার্যকর শুরু হলো। এখন দুনিয়াজুড়ে আইফ্লিক্সের গ্রাহকরা বাংলাদেশের বিনোদন সর্ম্পকে আরো জানবে।’

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

আইফ্লিক্স অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে ‘ডুব’

প্রকাশিত : ১২:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

আইফ্লিক্স অ্যাপে উপভোগ করা যাবে ইরফান খান অভিনীত ও প্রযোজিত আলোচিত চলচ্চিত্র ডুব। আজ থেকে আইফ্লিক্সের গ্রাহকরা সরাসরি বা ডাউনলোড করে দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ছবি ডুব। ডুব মুক্তির দুই মাস পর অ্যাপে অবমুক্ত করা হল। গত অক্টোবরে বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে মুক্তি পাওয়ার পর আলোচনার ঝড় তোলে।

সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সারোয়ার ফারূকী। জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ এবং ইরফান খান যৌথভাবে এই ছবি প্রযোজনা করেন।জুরাসিক ওয়ার্ল্ড এবং লাইফ অব পাই খ্যাত অভিনেতা ইরফান খান এই ছবিতে জাভেদ হাসান চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। জীবনের মধ্যাহ্নের সঙ্কটে তিনি তার মেয়ে সাবেরির বাল্যবন্ধু নিতুর সঙ্গে সর্ম্পকে জড়িয়ে পড়েন। যা তার পরিবারের মধ্যে ধাক্কা দেয় এবং ভাঙ্গনের শুরু হয়। সিনেমায় সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নিতু চরিত্রে পার্নো মিত্রা এবং মায়া চরিত্রে রোকেয়া প্রাচী অভিনয় করেছেন।

ডুব-নো বেড ফর রোজেজ ইতিমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাংহাই আন্তর্জাতিক চলচিত্র উৎসব, ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচিত্র উৎসব, ভেনকৌভার আন্তর্জাতিক চলচিত্র উৎসব ছাড়াও বুসান আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ডুব।
আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‌‘আইফ্লিক্সের ডুব যুক্ত হওয়াটা একটা অসাধারণ মাইলফলক। এর মাধ্যমে আমরা স্থানীয় বিনোদনকে ছড়িয়ে দেয়ার যে প্রতিশ্রুতি ছিল তা কার্যকর শুরু হলো। এখন দুনিয়াজুড়ে আইফ্লিক্সের গ্রাহকরা বাংলাদেশের বিনোদন সর্ম্পকে আরো জানবে।’