০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

হেলিকপ্টারে চড়িয়ে গরু উদ্ধার

চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল গরুটি। পাহাড়ের ওপর থাকা এই গরুকে এমন অবস্থায়ই নিচে নামতে হবে। কিন্তু নামার চেষ্টা করলেই ব্যথা বেড়ে যায়। গরুর মালিক ড্যাং নিজের প্রিয় পোষ্যকে এত কষ্ট দিতে চাননি। তাই তিনি হেলিকপ্টার ভাড়া করে গরুটিকে খামারে নিয়ে যান। সুইজারল্যান্ডে আল্পস পার্বত্য এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের সাহায্যে মাঝ আকাশে একটি গরু ঝুলছে। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে সমতলে নামানো হয় এই গরুকে।

গরুটিকে এইভাবে উদ্ধার করে নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন ড্যাং। তার কাছে এটি শুধু একটা পোষ্য নয়, ভালোবাসার প্রাণীও বটে। এক নেটিজেন লিখেছেন, গরুটিকে দেখে খুব সাহসী মনে হল। খুবই ভালো ব্যপার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

হেলিকপ্টারে চড়িয়ে গরু উদ্ধার

প্রকাশিত : ১২:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল গরুটি। পাহাড়ের ওপর থাকা এই গরুকে এমন অবস্থায়ই নিচে নামতে হবে। কিন্তু নামার চেষ্টা করলেই ব্যথা বেড়ে যায়। গরুর মালিক ড্যাং নিজের প্রিয় পোষ্যকে এত কষ্ট দিতে চাননি। তাই তিনি হেলিকপ্টার ভাড়া করে গরুটিকে খামারে নিয়ে যান। সুইজারল্যান্ডে আল্পস পার্বত্য এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের সাহায্যে মাঝ আকাশে একটি গরু ঝুলছে। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে সমতলে নামানো হয় এই গরুকে।

গরুটিকে এইভাবে উদ্ধার করে নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন ড্যাং। তার কাছে এটি শুধু একটা পোষ্য নয়, ভালোবাসার প্রাণীও বটে। এক নেটিজেন লিখেছেন, গরুটিকে দেখে খুব সাহসী মনে হল। খুবই ভালো ব্যপার।

বিজনেস বাংলাদেশ/ এ আর