০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

বিমান বন্দরে নগ্ন হয়ে দৌড় দিলেন পর্যটক!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • 132

বিমানবন্দরের আলো ঝলমলে দোকানের সারির পাশ দিয়ে আচমকা জামাকাপড় খুলে ফেলে ছুটতে থাকেন এক ব্যক্তি। এরপর দৌড়চ্ছেন ঐ ব্যক্তি। এমনই দৃশ্যের সাক্ষী থাকল থাইল্যান্ডের
ফুকেট।

ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে, নাম স্টিফেন চো। ভায়াগ্রার ওভারডোজেই এই ঘটনা বলে জানা গিয়েছে। অন্তত ছয় জন নিরাপত্তারক্ষী ছুটে গিয়ে তাঁকে থামান।

তিনি। অনেক যাত্রীই এই অবস্থায় তাঁকে দেখে ভয় পেয়ে যান। শেষমেষ ডিপারচার হল দিয়ে যাওয়ার সময় ৬ জন নিরাপত্তা রক্ষী কোনওক্রমে তাঁকে আটকে ফেলে।

জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নের বিমান ধরার জন্য বসে ছিলেন স্টিভ। হঠাৎ উঠে পড়ে জামাকাপড় খুলে ফেলেন তিনি। তারপর শুরু করেন হাঁটাহাঁটি।

জানা গিয়েছে, এই যুবক নিউ ইয়র্কের বাসিন্দা। ফুকেট কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাঁর মানসিক চিকিৎসা চলেছে। তিনি পুলিশকে জানান, প্রচুর ভায়াগ্রা খেয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এ জন্য ক্ষমা চেয়ে নেন, বলেন, ওই অবস্থায় কোনো সম্পত্তির ক্ষতি করে ফেললে সে জন্য ক্ষতিপূরণ দিতে রাজি আছেন।

ট্যাগ :

বিমান বন্দরে নগ্ন হয়ে দৌড় দিলেন পর্যটক!

প্রকাশিত : ১১:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

বিমানবন্দরের আলো ঝলমলে দোকানের সারির পাশ দিয়ে আচমকা জামাকাপড় খুলে ফেলে ছুটতে থাকেন এক ব্যক্তি। এরপর দৌড়চ্ছেন ঐ ব্যক্তি। এমনই দৃশ্যের সাক্ষী থাকল থাইল্যান্ডের
ফুকেট।

ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে, নাম স্টিফেন চো। ভায়াগ্রার ওভারডোজেই এই ঘটনা বলে জানা গিয়েছে। অন্তত ছয় জন নিরাপত্তারক্ষী ছুটে গিয়ে তাঁকে থামান।

তিনি। অনেক যাত্রীই এই অবস্থায় তাঁকে দেখে ভয় পেয়ে যান। শেষমেষ ডিপারচার হল দিয়ে যাওয়ার সময় ৬ জন নিরাপত্তা রক্ষী কোনওক্রমে তাঁকে আটকে ফেলে।

জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নের বিমান ধরার জন্য বসে ছিলেন স্টিভ। হঠাৎ উঠে পড়ে জামাকাপড় খুলে ফেলেন তিনি। তারপর শুরু করেন হাঁটাহাঁটি।

জানা গিয়েছে, এই যুবক নিউ ইয়র্কের বাসিন্দা। ফুকেট কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাঁর মানসিক চিকিৎসা চলেছে। তিনি পুলিশকে জানান, প্রচুর ভায়াগ্রা খেয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এ জন্য ক্ষমা চেয়ে নেন, বলেন, ওই অবস্থায় কোনো সম্পত্তির ক্ষতি করে ফেললে সে জন্য ক্ষতিপূরণ দিতে রাজি আছেন।