‘জিসম টু’ দিয়ে বলিউড জগতে পা রেখেছিলেন তৎকালীন পর্নস্টার সানি লিওন। সানি ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে বলিউড জগতে পা রেখেছিলেন। সানির পর একটি মালায়লাম ছবি ‘চাঙ্কজ ২’-এর মাধ্যমে বলিউডে আসেন পর্নো তারকা মিয়া খলিফা। আর এবার সানি, মিয়ার পর বি টাউনে আসতে চলেছেন আরো এক পর্নস্টার মিয়া মালকোভা।
মিয়া মালকোভার সোশ্যাল সাইড থেকে যানা যায় পরিচালক রাম গোপাল বর্মার হাত ধরে বি টাউনে ডেবিউ করবেন পর্ন স্টার তিনি। রাম গোপাল বর্মার ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ দিয়েই বি টাউনে আসছেন মিয়া মালকোভা। রাম গোপাল বর্মার সঙ্গে এ বিষয়ে চুক্তির পর, নিজেই টুইট করে সিনেমার বিষয়ে জানান মিয়া মালকোভা।
আগামী সিনেমার জন্য বেশ কিছু ফটোশুটও মিয়া মালকোভা করে ফেলেছেন বলে খবর। রামগোপাল বর্মার ওই সিনেমায় ‘নগ্নতা’ রয়েছে বলেও ছবিতে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মিয়া। তবে এই প্রথম নয়, এর আগেও একটি ওয়েব সিরিজে ‘নগ্নতা’-কে প্রকাশ্যে তুলে ধরেছেন বলিউডের এই পরিচালক।
প্রসঙ্গত, ইউরোপে বসেই মিয়ার সঙ্গে ওই শুট সারেন রাম গোপাল। মিয়া মালকোভার ওই টুইটের পর এ বিষয়ে পাল্টা টুইট করেন রাম গোপাল বর্মাও। মিয়া যেভাবে তার ভাবনা প্রকাশ করছেন, সে বিষয়ে সহমত প্রকাশ করে, তাকে পাল্টা ধন্যবাদও জানিয়েছেন রাম গোপাল বর্মা।

























