১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পরীক্ষা একবার, ফলাফল এতবার!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
  • 111

এক পরীক্ষায় ৫ বার ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এমনকি ইন্টারভিউয়ের দিনও সকালে নতুন করে এমফিল পরীক্ষায় ফলাফল প্রকাশ করেছে তারা। কেন এমন আজব কাণ্ড, তার সদুত্তর নেই কারোর কাছেই।

বাংলা বিভাগে এমফিলে লিখিত প্রবেশিকা পরীক্ষার প্রথম যে ফলাফল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল, তাতে নাম ছিল ৪৬ জনের। কিন্তু সেই লিস্ট ঘিরে বিতর্কের জেরে এরপর একের পর এক নতুন তালিকা বের করেছে বাংলা বিভাগ। কখনও নির্দিষ্ট নম্বর না পেয়েও নাম উঠে যাওয়ার অভিযোগ, আবার কখনও SC, ST পরীক্ষার্থীদের নাম বাদ। বাদ যায়নি কিছুই।

বৃহস্পতিবার ছিল এমফিলের ইন্টারভিউ। সেদিনও সকালে ফের তালিকা বদল করা হয়। এবার তাতে দুজন SC পরীক্ষার্থীর নাম ঢোকানো হয়। কিন্তু আরেক SC পরীক্ষার্থী অভিযোগ করেন, বেশি নম্বর পেয়েও তার নাম ওঠেনি তালিকায়। এমনই অবস্থা যে সঙ্গে সঙ্গে তার নাম ঢুকিয়ে ইন্টারভিউয়ে বসে যেতে বলা হয়।

ট্যাগ :

পরীক্ষা একবার, ফলাফল এতবার!

প্রকাশিত : ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮

এক পরীক্ষায় ৫ বার ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এমনকি ইন্টারভিউয়ের দিনও সকালে নতুন করে এমফিল পরীক্ষায় ফলাফল প্রকাশ করেছে তারা। কেন এমন আজব কাণ্ড, তার সদুত্তর নেই কারোর কাছেই।

বাংলা বিভাগে এমফিলে লিখিত প্রবেশিকা পরীক্ষার প্রথম যে ফলাফল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল, তাতে নাম ছিল ৪৬ জনের। কিন্তু সেই লিস্ট ঘিরে বিতর্কের জেরে এরপর একের পর এক নতুন তালিকা বের করেছে বাংলা বিভাগ। কখনও নির্দিষ্ট নম্বর না পেয়েও নাম উঠে যাওয়ার অভিযোগ, আবার কখনও SC, ST পরীক্ষার্থীদের নাম বাদ। বাদ যায়নি কিছুই।

বৃহস্পতিবার ছিল এমফিলের ইন্টারভিউ। সেদিনও সকালে ফের তালিকা বদল করা হয়। এবার তাতে দুজন SC পরীক্ষার্থীর নাম ঢোকানো হয়। কিন্তু আরেক SC পরীক্ষার্থী অভিযোগ করেন, বেশি নম্বর পেয়েও তার নাম ওঠেনি তালিকায়। এমনই অবস্থা যে সঙ্গে সঙ্গে তার নাম ঢুকিয়ে ইন্টারভিউয়ে বসে যেতে বলা হয়।