১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

২২ কেজি ওজনের কাতলা, বিক্রি হল ৮ হাজার টাকা

২২ কেজি ওজনের বিশাল আকৃতির কাতলা মাছটির দামও উঠল বেশ। এতো বড় মাছটি ধরা দিল ভারতের মৎস্যজীবীদের জালে। আজ ভারতের চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় মাছ বাজারে রাজত্ব করে বিশাল এই মাছটি। বিশাল আকৃতির এই কাতলা দেখতে সকাল থেকে বাজারে ভিড় জমান স্থানীয়রা। সাধারণ মানুষ তো বটেই এতবড় মাছ দেখে অবাক আড়তদারদারও।

আড়তদাররা জানিয়েছে, এদিন সকালে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি নিয়ে আসেন। মেপে দেখা যায় ওজন ২১ কেজি ৮০০ গ্রাম। কিন্তু, এই পরিমাণ মাছ একসঙ্গে কে কিনবে? তবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আড়তদারকে। ৩৮০টাকা কেজি দরে নগদ ৮ হাজার ২৮৪ টাকা দিয়ে কিনে নেন এক ব্যবসায়ী।

ব্যবসায়ীদের অনুমান, মাছটির বয়স ৮ থেকে ১০ বছর বয়স। এই মাছের স্বাদই আলাদা। ফলে, খোলা বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে তাদের কোন অসুবিধাই হবে না বলেই জানিয়েছেন ওই ব্যবসায়ী।

ট্যাগ :

২২ কেজি ওজনের কাতলা, বিক্রি হল ৮ হাজার টাকা

প্রকাশিত : ০৭:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮

২২ কেজি ওজনের বিশাল আকৃতির কাতলা মাছটির দামও উঠল বেশ। এতো বড় মাছটি ধরা দিল ভারতের মৎস্যজীবীদের জালে। আজ ভারতের চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় মাছ বাজারে রাজত্ব করে বিশাল এই মাছটি। বিশাল আকৃতির এই কাতলা দেখতে সকাল থেকে বাজারে ভিড় জমান স্থানীয়রা। সাধারণ মানুষ তো বটেই এতবড় মাছ দেখে অবাক আড়তদারদারও।

আড়তদাররা জানিয়েছে, এদিন সকালে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি নিয়ে আসেন। মেপে দেখা যায় ওজন ২১ কেজি ৮০০ গ্রাম। কিন্তু, এই পরিমাণ মাছ একসঙ্গে কে কিনবে? তবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আড়তদারকে। ৩৮০টাকা কেজি দরে নগদ ৮ হাজার ২৮৪ টাকা দিয়ে কিনে নেন এক ব্যবসায়ী।

ব্যবসায়ীদের অনুমান, মাছটির বয়স ৮ থেকে ১০ বছর বয়স। এই মাছের স্বাদই আলাদা। ফলে, খোলা বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে তাদের কোন অসুবিধাই হবে না বলেই জানিয়েছেন ওই ব্যবসায়ী।