টানা তিন ওয়ানডে জিতে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ চতুর্থ ওয়ানডের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড দলীয় ৮ রানে ৫ উইকেটে হারিয়ে বিপর্যয়ের পর শেষপর্যন্ত ১৯৬ রানে অলআউট হয়েছে ইংলিশরা।
অ্যাডিলেইল ওভালে আজ টস জিতে ইংল্যান্ড অধিনায়ক উইয়ন মরগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের দুই ওপেনার সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এ সময় হ্যাজলউডের বলে জেসন রয় ও জনি বেয়ারস্টো শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। ওয়ানডাউনে নামা অ্যালেক্স হেলস ৩ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। এরপর শূন্য রানে ফিরে গিয়ে দলকে আরও বিপদে ফেলেন জো রুট। পঞ্চম অবস্থানে নামা উইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৩৩রান।
স্বাগতিক বোলার হ্যাজলউড ও কামিন্সদের বোলিং তোপে ইংল্যান্ডের টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানের ৪ জনই শূন্য রানে প্যালিলিয়নে ফিরে যান। মরগানের সঙ্গে ৩৩ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বিপর্যয় কিছুটা সামাল দেন মঈন আলী।
তবে অ্যাডিলেইডে আজ ইংল্যান্ডকে বড় লজ্জার হাত থেকে বাঁচান ক্রিস ওকস। অষ্টম অবস্থানে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংসটি খেলেছে তিনি। শেষদিকে টম কুরানের ৩৫ রানের ইনিংসে ভর করে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলীয় ১৯৬ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা।
বিজনেস বাংলাদেশ/কমল


























