মার্কিন পর্নস্টার মিয়া মালকোভা। সম্প্রতি অভিনয় করেছেন রাম গোপাল ভার্মা পরিচালিত ছবি ‘God, Sex and Truth’-এ। গোটা ভারত যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখন রাম গোপাল ভার্মা ব্যস্ত সময় পার করছেন তার ছবির মুক্তি নিয়ে। ওয়েবে মুক্তি পাচ্ছে তার সেই ছবি।
ছবি রিলিজের দিন তিনেক আগে আগেই তিনি একাধিক টুইট করেন শুক্রবার। সেখানে তিনি দেখিয়েছেন, নরেন্দ্র মোদি ও মুকেশ অাম্বানির থেকেও বেশি জনপ্রিয় মিয়া মালকোভা। অন্য একটি টুইটে তিনি উল্লেখ করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোনের থেকেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মিয়া।
সেই ছবি নিয়ে গত কয়েকদিন ধরেই নানা ধরনের আপডেট শেয়ার করছেন আরজিভি। কখনও পোস্টার রিলিজ করছেন, কখনও তার অভিজ্ঞতার কথা বলছেন। এবার তিনি জানালেন, গুগলের হিসেবে মিয়া মালকোভার জনপ্রিয়তা ঠিক কতটা।


























