০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বাজে ছবির তালিকায় রক-প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড মাতিয়ে বেশ অনেক দিন আগেই হলিউডে পাড়ি জমিয়েছেন। তিনি কোয়ান্টিকো সিরিজ আর অন্যান্য চলচ্চিত্র দিয়ে বেশ নামও করেছেন । তবে এবার এলো হতাশ হবার মতো খবর। ডোয়াইন জনসন আর জ্যাক এফ্রনের সাথে অভিনীত প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ এবারের ৩৮ তম বার্ষিক গোল্ডেন র‍্যাস্পবেরী অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে সবচেয়ে বাজে চলচ্চিত্র হিসেবে। কিন্তু ছবিটি বক্স অফিস হিট করতে পারেনি।

যদিও ছবিতে ভিক্টোরিয়া লিডস চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই। এত ভালো কাজের পরও নিজের চলচ্চিত্রের এমন পরিণামে হতাশ প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু,হলিউড রিপোর্টার এর সূত্র মতে, সবচেয়ে বাজে চলচ্চিত্রের তালিকায় ‘বেওয়াচ’ এর সাথে এবার প্রথমেই আছে ‘ট্রান্সফর্মারস: দ্য লাস্ট নাইট’, ‘দ্য মামি’, ‘ফিফটি শেডস ডার্কার’ প্রভৃতি। এই মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত আছেন ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় অধ্যায় নিয়ে। এর মধ্যে শেষ করেছেন ‘এ কিড লাইক জেক’ এর কাজ। হাতে আছে তাঁর তৃতীয় হলিউডি চলচ্চিত্র ‘ইজন’ট ইট রোমান্টিক’।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বাজে ছবির তালিকায় রক-প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’

প্রকাশিত : ০৪:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড মাতিয়ে বেশ অনেক দিন আগেই হলিউডে পাড়ি জমিয়েছেন। তিনি কোয়ান্টিকো সিরিজ আর অন্যান্য চলচ্চিত্র দিয়ে বেশ নামও করেছেন । তবে এবার এলো হতাশ হবার মতো খবর। ডোয়াইন জনসন আর জ্যাক এফ্রনের সাথে অভিনীত প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ এবারের ৩৮ তম বার্ষিক গোল্ডেন র‍্যাস্পবেরী অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে সবচেয়ে বাজে চলচ্চিত্র হিসেবে। কিন্তু ছবিটি বক্স অফিস হিট করতে পারেনি।

যদিও ছবিতে ভিক্টোরিয়া লিডস চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই। এত ভালো কাজের পরও নিজের চলচ্চিত্রের এমন পরিণামে হতাশ প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু,হলিউড রিপোর্টার এর সূত্র মতে, সবচেয়ে বাজে চলচ্চিত্রের তালিকায় ‘বেওয়াচ’ এর সাথে এবার প্রথমেই আছে ‘ট্রান্সফর্মারস: দ্য লাস্ট নাইট’, ‘দ্য মামি’, ‘ফিফটি শেডস ডার্কার’ প্রভৃতি। এই মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত আছেন ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় অধ্যায় নিয়ে। এর মধ্যে শেষ করেছেন ‘এ কিড লাইক জেক’ এর কাজ। হাতে আছে তাঁর তৃতীয় হলিউডি চলচ্চিত্র ‘ইজন’ট ইট রোমান্টিক’।