০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

শাহরুখের রিকশায় ক্যাটরিনা-আনুশকা!‌

রিকশা চালাচ্ছেন শাহরুখ। আর তার যাত্রী হলেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। শুক্রবার সকালে পরিচালক আনন্দ এল রাই’র আগামী ছবি ‘‌‌জিরো’ ছবির সেটে শ্যুটিং’র ফাঁকে এভাবেই মজায় মাতলেন ছবির তিন মূল চরিত্র।

সাদা শার্ট আর নীল ডেনিমে তিন অভিনেতা-অভিনেত্রীকেই লাগছিল চনমনে। ইনস্টাগ্রামে রিকশা সফরের ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, সেরা স্মৃতিগুলি পাগলামি ভরা আইডিয়া থেকেই মাথায় আসে।

এবছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘‌‌জিরো’‌র। ছবিতে শাহরুখ এক বামনের ভূমিকায় অভিনয় করছেন। ক্যাটরিনা এক মদ্যপ, স্ট্রাগলিং অভিনেত্রী এবং আনুশকা এক ব্যর্থ বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

শাহরুখের রিকশায় ক্যাটরিনা-আনুশকা!‌

প্রকাশিত : ০৮:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮

রিকশা চালাচ্ছেন শাহরুখ। আর তার যাত্রী হলেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। শুক্রবার সকালে পরিচালক আনন্দ এল রাই’র আগামী ছবি ‘‌‌জিরো’ ছবির সেটে শ্যুটিং’র ফাঁকে এভাবেই মজায় মাতলেন ছবির তিন মূল চরিত্র।

সাদা শার্ট আর নীল ডেনিমে তিন অভিনেতা-অভিনেত্রীকেই লাগছিল চনমনে। ইনস্টাগ্রামে রিকশা সফরের ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, সেরা স্মৃতিগুলি পাগলামি ভরা আইডিয়া থেকেই মাথায় আসে।

এবছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘‌‌জিরো’‌র। ছবিতে শাহরুখ এক বামনের ভূমিকায় অভিনয় করছেন। ক্যাটরিনা এক মদ্যপ, স্ট্রাগলিং অভিনেত্রী এবং আনুশকা এক ব্যর্থ বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন।