০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

এক সপ্তাহেই সংক্রমণ কমেছে ১৬ শতাংশ

করোনা নিয়ন্ত্রণের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটির এক সমীক্ষায় দেখা গেছে, গত এক সপ্তাহে বিশ্বব্যাপী ভাইরাসে সংক্রমণ ১৬ শতাংশ কমে এসেছে।

ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার। গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে ডব্লিউএইচও। ওই এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

সংস্থাটি জানিয়েছে, করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। তবে এখনই এর বিরুদ্ধে লড়াই বন্ধ করে দিলে বিপর্যয় নেমে আসছে।

দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে সম্প্রতি কোভিডে আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। তবে প্রচণ্ড শীতের কারণে ইউরোপসহ যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের হার বেড়েছে। টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় মহামারি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বিশ্ববাসী।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১১ কোটি ছাড়িয়েছে। মারা গেছেন ২৪ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ।

ট্যাগ :

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

এক সপ্তাহেই সংক্রমণ কমেছে ১৬ শতাংশ

প্রকাশিত : ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

করোনা নিয়ন্ত্রণের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটির এক সমীক্ষায় দেখা গেছে, গত এক সপ্তাহে বিশ্বব্যাপী ভাইরাসে সংক্রমণ ১৬ শতাংশ কমে এসেছে।

ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার। গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে ডব্লিউএইচও। ওই এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

সংস্থাটি জানিয়েছে, করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। তবে এখনই এর বিরুদ্ধে লড়াই বন্ধ করে দিলে বিপর্যয় নেমে আসছে।

দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে সম্প্রতি কোভিডে আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। তবে প্রচণ্ড শীতের কারণে ইউরোপসহ যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের হার বেড়েছে। টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় মহামারি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বিশ্ববাসী।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১১ কোটি ছাড়িয়েছে। মারা গেছেন ২৪ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ।