০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

করোনার টিকা আমদানিতে অর্থের অভাব হবে না: অর্থমন্ত্রী

করোনার টিকা আমদানিতে যত টাকাই লাগুক তা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৭ম ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৮ম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মন্ত্রী। এসময় মন্ত্রী আশ্বস্ত করে বলেন, করোনা বিরুদ্ধে যুদ্ধ জয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন সহজেই টিকা আমদানি করতে পারে অর্থনৈতিকভাবে সেই প্রস্তুতি নিয়েছে অর্থমন্ত্রণালয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য চূড়ান্ত সুপারিশ পেয়েছে। কিন্তু আগে ২০২৪ সালে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সাল করা হয়েছে। দুবছর বাড়ানোর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে তখন বর্তমানে বিদ্যমান অনেক সুযোগ-সুবিধাই হারাবে। যা আগামী পথ চলাকে কঠিন করবে। তাই উত্তরণের প্রস্তুতিকে আরও শক্ত করার জন্যই আরও দুবছর সময় নেয়া হয়েছে।

ট্যাগ :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর

করোনার টিকা আমদানিতে অর্থের অভাব হবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

করোনার টিকা আমদানিতে যত টাকাই লাগুক তা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৭ম ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৮ম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মন্ত্রী। এসময় মন্ত্রী আশ্বস্ত করে বলেন, করোনা বিরুদ্ধে যুদ্ধ জয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন সহজেই টিকা আমদানি করতে পারে অর্থনৈতিকভাবে সেই প্রস্তুতি নিয়েছে অর্থমন্ত্রণালয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য চূড়ান্ত সুপারিশ পেয়েছে। কিন্তু আগে ২০২৪ সালে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সাল করা হয়েছে। দুবছর বাড়ানোর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে তখন বর্তমানে বিদ্যমান অনেক সুযোগ-সুবিধাই হারাবে। যা আগামী পথ চলাকে কঠিন করবে। তাই উত্তরণের প্রস্তুতিকে আরও শক্ত করার জন্যই আরও দুবছর সময় নেয়া হয়েছে।