০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

পিপিপি’র আওতায় সৌদির বিনিয়োগ চায় বাংলাদেশ

ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য দুই দেশের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) একটি চুক্তি স্বাক্ষর করার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার (০৭ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় এই প্রস্তাব দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার। জবাবে সৌদি প্রতিমন্ত্রী জুবায়ের ইতিবাচক সাড়া দেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে শাহরিয়ারকে আশ্বস্ত করেন। বৈঠকে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সম্প্রতি জাতিসংঘ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। এ সময় জুবায়ের দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক এবং স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার দুই দেশের আন্তর্জাতিক ও পরিচিত ইস্যুগুলোতে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি সৌদি আরবে সম্প্রতি হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে নিন্দাসহ দেশটিকে ঢাকার সমর্থনের কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়ের এ বিষয়ে সমর্থন করায় বাংলাদেশের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার দেশটিতে অবস্থানরত অভিবাসীদের বিনামূল্যে করোনার চিকিৎসার ব্যবস্থা করায় সৌদি কিং ও ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ারের অনুরোধে জুবায়ের জানান, দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিকর্মীদের অন্তর্বতী চুক্তির আওতায় চিকিৎসা সেবা ও কর্মের বিষয়টি ভেবে দেখা হবে। তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (০৮ মার্চ) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রীর জেদ্দায় বৈঠক করার কথা রয়েছে।

ট্যাগ :

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

পিপিপি’র আওতায় সৌদির বিনিয়োগ চায় বাংলাদেশ

প্রকাশিত : ১২:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য দুই দেশের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) একটি চুক্তি স্বাক্ষর করার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার (০৭ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় এই প্রস্তাব দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার। জবাবে সৌদি প্রতিমন্ত্রী জুবায়ের ইতিবাচক সাড়া দেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে শাহরিয়ারকে আশ্বস্ত করেন। বৈঠকে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সম্প্রতি জাতিসংঘ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। এ সময় জুবায়ের দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক এবং স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার দুই দেশের আন্তর্জাতিক ও পরিচিত ইস্যুগুলোতে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি সৌদি আরবে সম্প্রতি হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে নিন্দাসহ দেশটিকে ঢাকার সমর্থনের কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়ের এ বিষয়ে সমর্থন করায় বাংলাদেশের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার দেশটিতে অবস্থানরত অভিবাসীদের বিনামূল্যে করোনার চিকিৎসার ব্যবস্থা করায় সৌদি কিং ও ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ারের অনুরোধে জুবায়ের জানান, দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিকর্মীদের অন্তর্বতী চুক্তির আওতায় চিকিৎসা সেবা ও কর্মের বিষয়টি ভেবে দেখা হবে। তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (০৮ মার্চ) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রীর জেদ্দায় বৈঠক করার কথা রয়েছে।