০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

চলতি মাসে করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এপ্রিল, মে ও জুন মাসকে আরও বেশি পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া পর্যটন স্থানসহ যেসব জায়গায় বেশি জনসমাগম হয়, সেসব জায়গায় সবাইকে আরও সাবধান ও সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পর্যটন কেন্দ্রগুলো বেশ পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেউ মাস্ক ব্যবহার করছে না। গত বছরে মিয়ামি বিচের জনসমাবেশ এড়াতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। সেখানকার ইয়ং ছেলেরা বলেছিল, আমাদের মাস্ক পরতে হবে না। কিন্তু পুলিশ ফোর্স করেছিল মাস্ক ব্যবহার করতে। এ বিষয়টি মন্ত্রিসভার নজরে এসেছে। তাই সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে পাবলিক গেদারিং যেখানে বেশি সেখানে যেন সতর্ক থাকি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা যেখানে থাকি সবাই যেন মাস্ক পরি, সেটাও বলেছেন। সতর্কতা অবলম্বন করি। যেখানে জনসমাগম বেশি হয়, কক্সবাজার, পাহাড়ি এলাকাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয় সেখানে যেন সীমিত পরিসরে আয়োজন থাকে। এসব জায়গা যারা যাবেন তারা যেন সতর্ক থাকি। বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে। গত বছর সামারে আমাদের পিক টাইম ছিল। অনেকেই বলছে, শীতের সময়ে করোনার বেশি হয়। কিন্তু আমরা দেখি হাই সামারে বেশি আক্রান্ত হয়েছে। এপ্রিল, মে ও জুন হাই সামার থাকবে। এ সময়টুকু আরও বেশি সতর্ক থাকতে হবে। সরকার কি তাহলে এ সময়ে আরও কঠোর অবস্থানে যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপজেলা ইউনিয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স সেন্টারে আবার মোটিভেশন কাজ চলছে। যদি প্রয়োজন হয় তবে আবার মোবাইল কোর্ট চালানো হবে কি না সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। করোনা ঊর্ধ্বমুখী, এটা যদি আরও বাড়ে সেক্ষেত্রে সরকার কী করবে? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক্ষেত্রে সরকার আবার বসবে। তবে লকডাউন আর হবে না। কারণ জীবন জীবিকা ব্যালেন্স করতে হবে। এটা সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা ভ্যাকসিন নিলেই যে আপনি নিরাপদ নয়, এটা সবাই বলছে। তাই সবাই যেন আরও নিরাপদ থাকি, মাস্ক ব্যবহার করি। এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। খুবই শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফিং করবে। আসন্ন রমজানে পেঁয়াজ, তেল, ছোলাসহ ছয়টি পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিবছর রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদার ঘাটতি দেখা যায়। এ সুযোগে মুনাফালোভীরা এসব পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে ফেলে। তাই রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় এ ছয়টি পণ্যের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে বলে আশ্বস্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১, সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়া, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন বিষয়ে মন্ত্রিসভার ইতোপূর্বে নেওয়া সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ট্যাগ :

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

চলতি মাসে করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এপ্রিল, মে ও জুন মাসকে আরও বেশি পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া পর্যটন স্থানসহ যেসব জায়গায় বেশি জনসমাগম হয়, সেসব জায়গায় সবাইকে আরও সাবধান ও সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পর্যটন কেন্দ্রগুলো বেশ পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেউ মাস্ক ব্যবহার করছে না। গত বছরে মিয়ামি বিচের জনসমাবেশ এড়াতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। সেখানকার ইয়ং ছেলেরা বলেছিল, আমাদের মাস্ক পরতে হবে না। কিন্তু পুলিশ ফোর্স করেছিল মাস্ক ব্যবহার করতে। এ বিষয়টি মন্ত্রিসভার নজরে এসেছে। তাই সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে পাবলিক গেদারিং যেখানে বেশি সেখানে যেন সতর্ক থাকি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা যেখানে থাকি সবাই যেন মাস্ক পরি, সেটাও বলেছেন। সতর্কতা অবলম্বন করি। যেখানে জনসমাগম বেশি হয়, কক্সবাজার, পাহাড়ি এলাকাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয় সেখানে যেন সীমিত পরিসরে আয়োজন থাকে। এসব জায়গা যারা যাবেন তারা যেন সতর্ক থাকি। বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে। গত বছর সামারে আমাদের পিক টাইম ছিল। অনেকেই বলছে, শীতের সময়ে করোনার বেশি হয়। কিন্তু আমরা দেখি হাই সামারে বেশি আক্রান্ত হয়েছে। এপ্রিল, মে ও জুন হাই সামার থাকবে। এ সময়টুকু আরও বেশি সতর্ক থাকতে হবে। সরকার কি তাহলে এ সময়ে আরও কঠোর অবস্থানে যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপজেলা ইউনিয়ন, স্বাস্থ্য কমপ্লেক্স সেন্টারে আবার মোটিভেশন কাজ চলছে। যদি প্রয়োজন হয় তবে আবার মোবাইল কোর্ট চালানো হবে কি না সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। করোনা ঊর্ধ্বমুখী, এটা যদি আরও বাড়ে সেক্ষেত্রে সরকার কী করবে? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক্ষেত্রে সরকার আবার বসবে। তবে লকডাউন আর হবে না। কারণ জীবন জীবিকা ব্যালেন্স করতে হবে। এটা সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা ভ্যাকসিন নিলেই যে আপনি নিরাপদ নয়, এটা সবাই বলছে। তাই সবাই যেন আরও নিরাপদ থাকি, মাস্ক ব্যবহার করি। এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। খুবই শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফিং করবে। আসন্ন রমজানে পেঁয়াজ, তেল, ছোলাসহ ছয়টি পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিবছর রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদার ঘাটতি দেখা যায়। এ সুযোগে মুনাফালোভীরা এসব পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে ফেলে। তাই রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় এ ছয়টি পণ্যের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে বলে আশ্বস্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১, সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়া, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন বিষয়ে মন্ত্রিসভার ইতোপূর্বে নেওয়া সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।