জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন পাঁচটি আবাসিক প্রকল্পের অবারদ্দকৃত ফ্ল্যাটগুলোর বিপরীতে আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী এক হাজার টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে ওয়ান ব্যাংকের নির্দিষ্ট শাখায় ৩১ মার্চ পর্যন্ত আবেদন সংগ্রহ ও পূরণ করা আবেদন জমা দিতে পারবেন। এছাড়া প্রসপেক্টাস সংক্রান্ত তথ্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে। যেসব প্রকলের বিপরীতে আবেদন করা যাবে এমন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ১০৪০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-১) প্রকল্প। এখানে ১৫৪৫ বর্গফুটের ৫টি ফ্ল্যাটের জন্য পৃথক জামানত লাগবে আড়াই লাখ টাকা, ১৩৩৮ বর্গফুটের ৮টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে দুই লাখ টাকা এবং ৮৭৮ বর্গফুটের ৯টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে দেড় লাখ টাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন ঢাকার মিরপুরের ৯ নম্বর সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ন নগর-২) প্রকল্পের ১৫৪৫ বর্গফুটের ১১৪টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে আড়াই লাখ টাকা। এছাড়া ১৩৩৮ বর্গফুটের ১১৮টি ফ্ল্যাটের জন্য দুই লাখ এবং ৮৭৮ বর্গফুটের ৯৮টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে দেড় লাখ টাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন ঢাকার মিরপুরের ১৬ নম্বর সেকশনে (ধামালকোর্ট) ও ৮ নম্বর সেকশনে (দুয়ারীপাড়া) স্বল ও মধ্যম আয়ের লোকদের কাছে বিক্রির জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ১৫৪৫ বর্গফুটের ২০৭টি ফ্ল্যাটের জন্য আড়াই লাখ টাকা জামানত দিতে হবে। এছাড়া ১৩৩৮ বর্গফুটের ২৩৪টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে দুই লাখ টাকা। সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে ঢাকার মিরপুরের ১৫ নম্বর সেকশনে (জয়নগর) ৫২০ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ১৫০০ বর্গফুটের ২৫টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে দুই লাখ টাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মোহাম্মদপুর এফ ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে বিক্রির জন্য ১০২০টি (সংশোধিত ৯০০ টি) আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ১৩৯০ বর্গফুটের ৪৬টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে ২ লাখ টাকা, এছাড়া ১১৯০ বর্গফুটের ৯৬টি ফ্ল্যাটের জন্য জামানত দিতে হবে দেড় লাখ টাকা। ওয়ান ব্যাংক লিমিটেডের শাখাগুলোর মধ্যে রয়েছে- গৃহায়ন ভবন বুথ শাখা, রিংরোড, মিরপুর, রাজশাহী, বগুড়া, রংপুর, বরিশাল, খুলনা, সিপিএ অ্যাভিনিউ, সিলেট, কুমিল্লা, মাইজদীকোর্ট, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর শাখা।
০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- 68
ট্যাগ :
জনপ্রিয়




















