০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

স্বস্তিকা ও মীরের ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে ভারতের জনপ্রিয় কমেডিয়ান শো ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফসার আলীর  কয়েকটি ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপরই তারা প্রেম করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে আসল ঘটনা কিন্তু সেটা নয়।

কলকাতার গণমাধ্যম বলছে, সত্যজিৎ সেন পরিচালিত মীর ও স্বস্তিকার আপকামিং বাংলা ছবি ‘মাইকেল’ এ মীরের স্ত্রী শিঞ্জিনীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। তবে শুধু স্বস্তিকাই নয়। এই ছবিতে মাইকেলের জীবনে দেখা যাবে একাধিক নারীকে। যাদের কারণেই বদলে যাবে মাইকেল-শিঞ্জিনীর রসায়ন (মীর, স্বস্তিকা)।

আর এই ছবিগুলোই সেই ‘মাইকেল’ এরই। ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে উপার্জনকারী গৃহিণীর ভূমিকায়। আর তার স্বামী মাইকেল (মীর) একজন ভীষণ আপনভোলা মানুষ। তাই সংসার সামলানোর ভার পড়ে স্বস্তিকার কাঁধে।

এই চার নারীর মধ্যে মেহের খান্নার চরিত্রে তনুশ্রী চক্রবর্তীকে, আইপিএস অফিসার টিনার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। আর মাইকেলের পার্সোনাল অ্যাসিসট্যান্ট রানির ভূমিকায় দেখা যাবে সায়নী দত্তকে।

মাইকেল ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ময়ূরবাহন চ্যাটার্জি। তিনি একজন অভিনেতা, তবে নারীসঙ্গ লোভী।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

স্বস্তিকা ও মীরের ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

প্রকাশিত : ১২:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে ভারতের জনপ্রিয় কমেডিয়ান শো ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফসার আলীর  কয়েকটি ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপরই তারা প্রেম করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে আসল ঘটনা কিন্তু সেটা নয়।

কলকাতার গণমাধ্যম বলছে, সত্যজিৎ সেন পরিচালিত মীর ও স্বস্তিকার আপকামিং বাংলা ছবি ‘মাইকেল’ এ মীরের স্ত্রী শিঞ্জিনীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। তবে শুধু স্বস্তিকাই নয়। এই ছবিতে মাইকেলের জীবনে দেখা যাবে একাধিক নারীকে। যাদের কারণেই বদলে যাবে মাইকেল-শিঞ্জিনীর রসায়ন (মীর, স্বস্তিকা)।

আর এই ছবিগুলোই সেই ‘মাইকেল’ এরই। ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে উপার্জনকারী গৃহিণীর ভূমিকায়। আর তার স্বামী মাইকেল (মীর) একজন ভীষণ আপনভোলা মানুষ। তাই সংসার সামলানোর ভার পড়ে স্বস্তিকার কাঁধে।

এই চার নারীর মধ্যে মেহের খান্নার চরিত্রে তনুশ্রী চক্রবর্তীকে, আইপিএস অফিসার টিনার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। আর মাইকেলের পার্সোনাল অ্যাসিসট্যান্ট রানির ভূমিকায় দেখা যাবে সায়নী দত্তকে।

মাইকেল ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ময়ূরবাহন চ্যাটার্জি। তিনি একজন অভিনেতা, তবে নারীসঙ্গ লোভী।