শেয়ার প্রতি এক টাকা নগদ আর প্রতি ২০টি শেয়ারে একটি করে বোনাস শেয়ারের ঘোষণায় বাড়ল মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর। এই খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিরই দর বেড়েছে। অপরিবরর্তিত আছে ছয়টির দর। আর মূল্য হারিয়েছে ১০টির শেয়ার দর। একটি খাতের প্রায় অর্ধেক কোম্পানির দর বৃদ্ধিই সমপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক খবর বলা যায় এই কারণে যে, সূচকের বড় পতন দেখেছে বিনিয়োগকারীরা। বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে দ্বিগুণেরও বেশি, ১৭২টি। আর অবরিবর্তিত ১০৪টি। সূচকের পতন হয়েছে ৪৯ পয়েন্ট। কমেছে লেনদেন। সব মিলিয়ে হতাশা নিয়ে শুরু হলো সপ্তাহ। টানা দ্বিতীয় দিনের মধ্যে পতন হয়েছে বহুজাতিক ও দামি শেয়ারের। নতুন তালিকাভুক্ত হওয়া লুব রেফ (বাংলাদেশ) লিমিটেডের লেনদেনের চতুর্থ দিনে সর্বোচ্চ দর হারিয়ে স্থান পেয়েছে পতন হওয়া শীর্ষ কোম্পানির তালিকায়।
ব্যাংকের শেয়ারের চিত্র : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের আর্থ বছর শেষ হয়েছে ডিসেম্বরে। ফলে ২০২০ সালের জন্য বাংকগুলো তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। ইতোমধ্যে তিনটি ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডাচ বাংলা ব্যাংক, শাহজালালা ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক। সর্বশেষ লভ্যাংশ ঘোষণা করে মার্কেন্টাইল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। গত এক মাসের ব্যাংকটির সর্বোচ্চ দর ছিল ১২ টাকা ৮০ পয়সা। লভ্যাংশর্ ঘোষণার আগে দর কমেছে ১২ টাকা ৪০ পয়সায় নামলেও পরবর্তীতে দর বেড়েছে প্রায় ১ টাকা। রবিবার দিন শেষে ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা, যা আগের দিনের তুলনায় ৫০ পয়সা বেশি। এদিন ব্যাংকটির ৫৬ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে। অপর দুই ব্যাংকের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের শেয়ার দরে উত্থান পতন থাকলেও দিন শেষে দর না পাল্টিায় ৬৬ টাকা ৯০ পয়সায় ছিল। আর শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দরে কমেছে ২০ পয়সা। সারা দিনের লেনদেনে ২০ টাকা ২০ পয়সা থেকে দর কমে হয়েছে ২১ টাকা। দাম বেড়েছে আল আরাফাহ, ফার্স্ট ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, এসআইবিএল, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকের। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের এক টাকা ২০ পয়সা। মহামারিকালে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা গত বছরের তুলনায় বেশ কম হলেও এখন পর্যন্ত যে তিনটি ব্যাংক লভ্যাংশ করেছে, তাতে কোনো ব্যাংকের চূড়ান্ত মুনাফা করতে দেখা যায়নি। ডাচবাংলা ব্যাংক গত বছরের তুলনায় ২৫ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ বেশি মুনাফা করেছে। আর মার্কেন্টাইলের মুনাফা আগের বছরের সমান হয়েছে। যদিও ব্যাংক তিনটির পরিচালন মুনাফা যথাক্রমে ৮, ৩৩ ও ৪০ শতাংশ কম ছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক আগে থেকেই। কিন্ত ব্যাংকগুলোর শেয়ার দরের খুব বেশি পরিবর্তন না থাকায় সেগুলোর প্রতি আগ্রহ তৈরি হয়নি। তবে বছরের এই সময়টিতে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকে বেশি। পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে পরিচিত অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, এখন পর্যন্ত তিননি ব্যাংক লভ্যাংশ প্রদান করেছে। সবগুলোই ভালো লভ্যাংশ দিয়েছে। তবে সে তুলনায় আগ্রহ এখনও কম। এছাড়া করোনা মধ্যে ব্যাংকগুলোর ব্যবসা ভালো হওয়ায় আরও বেশি লভ্যাংশ দিতে পারত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে সেটি হচ্ছে না। আমি মনে করে, এটি দ্রুত সমাধান করা উচিত।
আরও দর হারাল বহুজাতিক কোম্পানি : রেকিট বেনকাইজারের শেয়ার প্রতি দর কমেছে ২৮ টাকা ৯০ পয়সা। প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪০ টাকা। আগের কার্যদিবসে প্রতিটি শেয়ারের দর ছিল ৪ হাজার ৬৬৮ টাকা। ইউনিলিভারের শেয়ার দর হারিয়েছে ৫৫ টাকা ৯০ পয়সা। ২ হাজার ৯২৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৩ টাকা। বার্জারের শেয়ার দর কমেছে ১০ টাকা ৩০ পয়সা। আগের কার্যদিবসে দাম ১ হাজার ৮০৫ টাকা থাকলেও এখন এর দাম ১ হাজার ৭৯৫ টাকায়। লিন্ডে বিডির দর দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ টাকা। আগের কার্যদিবসে দর ছিল ১ হাজার ৩৭২ টাকা। দাম কমেছে ২৫ টাকা ৯০ পয়সা। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার পর ৫৭০ টাকা ৪০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ৫৫৭ টাকা ৭০ পয়সা। পুঁজিবাজার বিশ্লেষক দেবব্রত কুমার সরকার বলেন, এ খাতের শেয়ার নিয়ে যখন কোনো গুজব বা কোনো একটি কোম্পানির অগ্রগতির খবর আসে তখন সবগুলোর উপর প্রভাব পড়ে। দর বেড়ে গেলে একটি গ্রুপের জন্য ভালো হয়। তখন তারা শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যায়। বহুজাতিকের পাশাপাশি দর দাঁড়িয়েছে ওয়ালটনের হাইটেক ইন্ডাস্টিজও। এর শেয়ার দরও কমেছে ২৩ টাকা ৬০ পয়সা। দিন শেষে দর দাঁড়িয়েছে ১ হাজার ২৭৪ টাকায়।
সূচক ও লেনদেন : রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৯ পয়েন্ট। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৬২২ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০৯ কোটি টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১৮৭ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১২৫টির ও পাল্টায়নি ৫৪টির। মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা।
আগ্রহ ও অনাগ্রহের কোম্পানি : রবিবার দর বৃদ্ধিতে এগিয়ে ছিল রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। শেয়ার লেনদেন হয়েছে ২২২ টাকা ৯০ পয়সা থেকে ২৪২ দশমিক ৪০ পয়সায়। প্রতিষ্ঠানটি কবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং তালিকাভুক্ত হওয়ার পর কবে কত শতাংশ লভ্যাংশ দিয়েছে তার কোনো হিসেব পাওয়া যায়নি ডিএসই ওয়েবসাইটে। তবে গত জানুয়ারি মাসে কোম্পানিটির পক্ষ থেকে বেশি কিছু বিষয় সামনে আনা হয়। গত ৩ জানুয়ারি জানানো হয়, ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে কোম্পানিটি। তবে নতুন প্রকল্প হিসাবে নারকেল তেল তৈরির কারখানা প্রস্তত করা হবে ২০২১ এর মে মাসের মধ্যে। উৎপাদন শুরু করবে জুনে। এরপর কোম্পানিটি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করে। যেখানে বলা হয় জুলাই থেকে সেপ্টেম্বর, ২০ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা। রবিবার দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল দেশ গার্মেন্টস, যার শেয়ার প্রতি দর বেড়েছে ৮ টাকা ১৯ পয়সা। লেনদেনে কোম্পানিটির শেয়ার দর ১১২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১২১ দশমিক ৪০ পয়সা। জিকিউ বলপেনের শেয়ার প্রতি দর বেড়েছে ৭ টাকা ৮৩ পয়সা। বিডি ল্যাম্পের বেড়েছে ৬ টাকা ৭২ পয়সা। এছাড়া দর বৃদ্ধির তালিকায় ছিল ফাইন ফুড, ইনফরমেশন সার্ভিস নেটওয়াক, আলহাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড ও সোনালী আঁশ। দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল লুভ রেফ বাংলাদেশ লিমিটেড, যার শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া বিডি ফিন্যান্সের ৯ দশমিক ৩৯ শতাংশ, আইডিএলসির ৭ দশমিক ১৮ শতাংশ, সামিট পাওয়ারের ৬ দশমিক ৬০ শতাংশ দর কমেছে। এ তালিকায় ছিল আইপিডিসি, সাইফ পাওয়ারটেক, ডাক্কাডাইং, লাফার্জ হোলসিম, এসোসিয়েট অক্সিজেন লিমিটেড ও ইজেনারেশন লিমিটেড।
০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বড় দরপতনে ‘উজ্জ্বল’ ব্যাংক খাত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- 52
ট্যাগ :
জনপ্রিয়




















