পুঁজিবাজারে তারল্য সংকট দূর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ১ বিলিয়ন ডলারের বন্ড অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মতামত পেলেই বাজারে আসবে এই বন্ড। এজন্য সকল প্র¯‘তি সম্পন্ন করে রেখেছে আইসিবি।
আইসিবি সূত্রে জানা গেছে, ৩ শতাংশ কুপন হারে আইসিবির ১ বিলিয়ন ডলারের (সাড়ে ৮ হাজার কোটি টাকা) বন্ড ইস্যু করবে সুইজারল্যান্ড ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকার মধ্যে সাড়ে ৩ হাজার কোটি টাকা আইসিবি ব্যয় করবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের ঋণ পরিশোধে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউজগুলোকে স্বল্প সুদে ঋণ হিসেবে দেবে ৪ হাজার কোটি টাকা। বাকি দেড় হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবে আইসিবি। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।
চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে পুঁজিবাজার নিয়ন্ত্রক সং¯’া বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই বন্ড আনার কথা জানায়। সে সময় জানানো হয়, রাষ্ট্রীয় বিনিয়োগ সং¯’া ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) এই বন্ড নিয়ে আসবে। সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান এই বন্ডে বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে। বন্ডের এই অর্থে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়া হবে যাতে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের স্বল্প সুদে মার্জিন ঋণ দিতে পারে।
এই বন্ড প্রসঙ্গে আইসিবি’র ব্যব¯’াপনা পরিচালক মো. আবুল হোসেন আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, “বাইরের যেকোন ফান্ডের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া বাইরের ফান্ড আমরা নিতে পারিনা। এই ফান্ডের জন্য আমাদের দিকের সকল প্র¯‘তি সম্পন্ন করা আছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মতামত লাগবে। অনুমোদনের সাথে সাথেই বন্ডটি আমরা বাস্তবায়ন করবো।”
ফান্ডের কার্যক্রম সম্পর্কে আইসিবির মুখপাত্র বিভাস সাহা বলেন, ‘ফান্ডের বিষয়ে আইসিবি ও বিএসইসি কাজ করছে। পুঁজিবাজারের উন্নয়নের জন্যই এ ধরনের বন্ড আনার উদ্যোগ নেয়া হয়েছে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউজগুলোকে স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্দেশ্যে বন্ডের অর্থ ব্যবহার করা হবে।’
বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘সুইজারল্যান্ড ব্যাংকের মাধ্যমে এক বিলিয়ন ডলারের যে বন্ড আনার কথা ছিল, সে কাজ অনেক দূর এগিয়েছে। এ নিয়ে কয়েকটি সভাও আমরা করেছি। বন্ডটি ইস্যু হলে পুঁজিবাজারের যে তারল্য সমস্যা সেটি অনেকটাই কমে আসবে। এ জন্য আমরাও চা”িছ যেন দ্রুত বন্ডটি পুঁজিবাজারে নিয়ে আসা যায়। বন্ডের বিষয়ে একটি কমিটি করা হয়েছে। সে কমিটি কাজ করছে। তবে যেহেতু এটি বিদেশি ব্যাংক আইসিবির মাধ্যমে ইস্যু করবে, তাই সরকারের অনুমোদনের বিষয় আছে। আমরা কমিটি করে বন্ডের অনুমোদনের জন্য অর্থমন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন হয়ে আসার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় ১ বিলিয়ন ডলারের বন্ড
-
তাকী জোবায়ের - প্রকাশিত : ১২:০০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- 60
ট্যাগ :
জনপ্রিয়





















