পুঁজিবাজারে তালিকাভূক্ত ৬৬ কোম্পানির কোনো ফ্লোর প্রাইস থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৭৬৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘পুঁজিবাজারের জন্য দীর্ঘ মেয়াদী ফ্লোর প্রাইজ ভালো কিছু বহন করে না। যে কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া হলো সেগুলো দীর্ঘদিন ধরে একই ধরে পরে আছে। ফলে এসব কোম্পানিতে যারা বিনিয়োগ করেছেন তারা না পারছেন বের হতে, না পারছেন অন্য কোম্পানির শেয়ার কিনতে।’ তিনি জানান, গত ৫ এপ্রিল আমরা দেখিছে এমন ১১০টি কোম্পানির দীর্ঘ দিন ধরে ফ্লোর প্রাইসে আটকে আছে। সেখান থেকে প্রথম পর্যায় ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া হয়েছে। সবগুলোর দর ৫০ টাকার নিচে। এ কোম্পানিগুলো থেকে কি ধরনের ফলাফল আসে তার পরিপ্রেক্ষিতে বাকিগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া কোম্পানিগুলো হচ্ছে, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস, আর এন স্পিনিং মিলস, বাংলাদেশ সার্ভিসেস, আইএফআইসি ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, জাহিন স্পিনিং, রিং সাইন টেক্সটাইল, অলেম্পিক এ্যাকসেসরিস, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফিন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং এবং সুইটার, রিজেন্ট টেক্সটাইল মিলস, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ইভেন্সি টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, মেট্রো স্পিনিং, কাট্টালী টেক্সটাইল, ফার ক্যামিকেল, দেশবন্ধু পলিমার, ইয়াকিন পলিমার, সাফকো স্পিনিং মিলস, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, সেন্টাল ফার্মাসিউটিক্যাল, বীচ হ্যাচারী, সীমটেক্স ইন্ডাস্ট্রি, শেফার্ড ইস্ডান্ট্রি, হামিদ ফেব্রিক্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, সায়হাম কটন, বাংলাদেম বিল্ডিং সিস্টেমস, গোল্ডেন হারভেস্ট, এএফসি এ্যাগ্রো, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বেঙ্গল ওয়েন্ডসন, এমএল ডাইং, প্যারামাউন্ড টেক্সটাইল, সিনো বাংলা ইন্ডাস্ট্রি, দুলামিয়া কটন, নাহি এ্যালোমিনিয়াম, খুলনা পাওয়ার কোম্পানি, উসমানিয়া গ্লাস শিট, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ইসলামী লাইফ, স্ট্যান্ডান্ড ইন্স্যুরেন্স, ইউনিটক হোটেল অ্যান্ড রিসোর্ট, ঢাকা ইলেক্টনিক্স সাপ্লাই কোম্পানি, নাভানা সিএনজি, গ্লোবাল হ্যাভি ক্যামিকেল, আলিফ ইন্ডাস্ট্রি, সোনারগাঁও টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, রূপালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, কুইস সাউথ টেক্সটাইল মিলস, এ্যাডভান্ট ফার্মা, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইপিডিসি ফিন্যান্স, ভিএফএস থ্রেড ডাইং, ইস্কিউ নীট, সুহৃদ ইন্ডাস্ট্রি, শাসা ডেনিম, কপারটেক ইন্ডাস্ট্রি, আরগন ডেনিম, ইন্দো বাংলা ফার্মা ও সিলভো ফার্মা ও ওইমেক্স ইলেকট্রডিস লিমিটেড। এছাড়া কমিশন সভায় সাজেদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার প্রথম গ্রীন জিরো কুপন বন্ডের অনুমোদন দেয়া হয়েছে। বন্ডের মেয়াদ হবে দুই বছর। বন্ডটি ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগাকরীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ সাজেদা ফাউন্ডেশনের তাদের নতুন এবং চলমান প্রকল্পের ক্ষুদ্রঋণ কার্যক্রম বাড়ানোর কাজে ব্যবহার করবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে দশ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং সমন্বয়ের দায়িত্বে থাকবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
উঠিয়ে দেওয়া হলো ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- 67
ট্যাগ :
জনপ্রিয়




















