০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

এবার জুটি বাঁধছেন সাইমন-পপি

জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় আসছে ‘পাথরের মন’ শিরোনামে নতুন ছবি। আর এবার এতে জুটি বাঁধছেন এসময়ের জনপ্রিয় অভিনেতা সাইমন ও চিত্রনায়িকা পপি।

গেল বছরের শেষের দিকেই ‘পাথরের মন’ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ডিপজল। তার শারিরীক অসুস্থতার কারণে ছবির কাজ পিছিয়ে যায়। সুস্থ হয়েই ছবিটি নিয়ে সামনে আগানোর কথা ভাবছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। শনিবার এই ছবির নির্মাতা হিসেবে লিখিত ভাবেই চুক্তি বদ্ধ হয়েছেন এই নির্মাতা।

ছটকু আহমেদ বলেন, ‘শনিবার ডিপজল এর সাহেবের নতুন ছবি ‘পাথরের মন’ এর পরিচালক হিসাবে সাইনিং হলো। গান রেকর্ডিং এর টাকাও দিলেন। ডিপজল সাহেব এখন অনেক সুস্হ। নিজের হাতে মহিষ এর মাংস রান্না করলেন। এবং তার সাথে অনেক পদ তরকারী দিয়ে ভুরিভোজন করালেন। আপনারা দোয়া করবেন উনার জন্যে। উনি সুস্হ থাকলে বাংলাদেশ এর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার জেগে উঠবে। বছরে উনি দশটা ছবি করবেন বলে কথা দিয়েছেন।’

ছবিটির কলাকুশলী প্রসঙ্গে রবিবার দুপুরে ছটকু আহমেদ বলেন, ‘এই ছবিতে সাইমনকে আগেই চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে পপিকে রাখতে চাইছি। এই বিষয়ে কথা বার্তা চলছে। কয়েক দিন পরেই চূড়ান্ত হবে বিষয়টি।’

ছটকু আহমেদ জানালেন, মার্চ মাসের শেষের দিকে ‘পাথরের মন’ ছবির শুটিং শুরু হবে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

এবার জুটি বাঁধছেন সাইমন-পপি

প্রকাশিত : ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮

জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় আসছে ‘পাথরের মন’ শিরোনামে নতুন ছবি। আর এবার এতে জুটি বাঁধছেন এসময়ের জনপ্রিয় অভিনেতা সাইমন ও চিত্রনায়িকা পপি।

গেল বছরের শেষের দিকেই ‘পাথরের মন’ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ডিপজল। তার শারিরীক অসুস্থতার কারণে ছবির কাজ পিছিয়ে যায়। সুস্থ হয়েই ছবিটি নিয়ে সামনে আগানোর কথা ভাবছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। শনিবার এই ছবির নির্মাতা হিসেবে লিখিত ভাবেই চুক্তি বদ্ধ হয়েছেন এই নির্মাতা।

ছটকু আহমেদ বলেন, ‘শনিবার ডিপজল এর সাহেবের নতুন ছবি ‘পাথরের মন’ এর পরিচালক হিসাবে সাইনিং হলো। গান রেকর্ডিং এর টাকাও দিলেন। ডিপজল সাহেব এখন অনেক সুস্হ। নিজের হাতে মহিষ এর মাংস রান্না করলেন। এবং তার সাথে অনেক পদ তরকারী দিয়ে ভুরিভোজন করালেন। আপনারা দোয়া করবেন উনার জন্যে। উনি সুস্হ থাকলে বাংলাদেশ এর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার জেগে উঠবে। বছরে উনি দশটা ছবি করবেন বলে কথা দিয়েছেন।’

ছবিটির কলাকুশলী প্রসঙ্গে রবিবার দুপুরে ছটকু আহমেদ বলেন, ‘এই ছবিতে সাইমনকে আগেই চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে পপিকে রাখতে চাইছি। এই বিষয়ে কথা বার্তা চলছে। কয়েক দিন পরেই চূড়ান্ত হবে বিষয়টি।’

ছটকু আহমেদ জানালেন, মার্চ মাসের শেষের দিকে ‘পাথরের মন’ ছবির শুটিং শুরু হবে।