০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

অন্তর্বাস না পরে নাচ: আটক ডান্সার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
  • 205

নাইটক্লাবে দুরন্ত নাচের জন্য আটক হতে হল রাশিয়ান মডেলকে। কারণ, তিনি নাকি অনেক আবেদময়ী। এছাড়া অন্তর্বাস না পরার পর অপরাধও করেছেন তিনি। মিশরে এত বেশি আবেদনময়ী হওয়াটা অপরাধ। তাই নাইটক্লাবে বেলি ডান্সের পরই আটক করা হয় তাকে।

একাতেরিনা আন্দ্রিভা নামের ওই মডেল উত্তর-পশ্চিম মিশরের গিজায় একটি নাইটক্লাবে নাচেন। তবে সেই নাচ ছিল যথেষ্ট উষ্ণ ও আবেদনময়ী। তবে মিশরের প্রশাসন তাঁর সেই নাচে মোটেই সন্তুষ্ট হয়নি।

দর্শকদের মধ্যে একজন তাঁর নাচের ভিডিও রেকর্ড করেন। আন্দ্রিভার পরণে ছিল লো-কাট ব্যাকলেস পোশাক, একদিকটা কাটা। দর্শকদের বিনোদনের জন্য নিজেকে উজাড় করে নাচছিলেন তিনি। তবে বুঝতে পারেননি, এর জন্য এমন বিপদে পড়তে হবে তাঁকে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

অন্তর্বাস না পরে নাচ: আটক ডান্সার

প্রকাশিত : ১০:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮

নাইটক্লাবে দুরন্ত নাচের জন্য আটক হতে হল রাশিয়ান মডেলকে। কারণ, তিনি নাকি অনেক আবেদময়ী। এছাড়া অন্তর্বাস না পরার পর অপরাধও করেছেন তিনি। মিশরে এত বেশি আবেদনময়ী হওয়াটা অপরাধ। তাই নাইটক্লাবে বেলি ডান্সের পরই আটক করা হয় তাকে।

একাতেরিনা আন্দ্রিভা নামের ওই মডেল উত্তর-পশ্চিম মিশরের গিজায় একটি নাইটক্লাবে নাচেন। তবে সেই নাচ ছিল যথেষ্ট উষ্ণ ও আবেদনময়ী। তবে মিশরের প্রশাসন তাঁর সেই নাচে মোটেই সন্তুষ্ট হয়নি।

দর্শকদের মধ্যে একজন তাঁর নাচের ভিডিও রেকর্ড করেন। আন্দ্রিভার পরণে ছিল লো-কাট ব্যাকলেস পোশাক, একদিকটা কাটা। দর্শকদের বিনোদনের জন্য নিজেকে উজাড় করে নাচছিলেন তিনি। তবে বুঝতে পারেননি, এর জন্য এমন বিপদে পড়তে হবে তাঁকে।