০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাঘাটায় গ্রামের রাস্তাগুলো সংস্কার না হওয়ায় চলাচলে বিপজ্জনক

দির্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার গ্রামের রাস্তা গুলোর এখন বেহাল অবস্থা। বিগত দুই বারের বন্যায় এসব কাঁচা-পাকা সড়কের দুপাশ ধসে গেছে। যানবাহন ও পায়ে হেটে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। এতে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। এব্যাপারে কোন পদক্ষেপ নেই এলজিইডির।
বিগত বন্যায় উপজেলার কাঁচা-পাকা ১৫টি রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। চলাচলের অনুপযোগী এসব রাস্তার দু’পাশ ধসে ও পিচ উঠে যাওয়ায় চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সরেজমিন দেখা গেছে, পদুমশহর-মজিদের ভিটা সড়কের ৫ কি: মি:, ভূতমারা-মিয়ারবাজার সড়কের ৪ কি: মি:, সাঘাটা-জুমারবাড়ি সড়কের ৭ কি: মি:, পবনতাইর সড়কের ৩ কি: মি:, ও জুমারবাড়ি-সোনাতলা সড়কের মেলান্দহ সেতু থেকে সোনাতলা পর্যন্ত ৩ কি: মি: অংশ ছাড়াও হলদিয়া, পদুমশহর ও বোনারপাড়া ইউনিয়নে ৫টি সড়কের বেহাল অবস্থা। এছাড়াও বোনারপাড়া-ত্রিমোহনী সড়ক ও ভাঙাব্রিজ এলাকা থেকে পশ্চিমবাটি সড়কটির দুপাশ বড় আকারে ধসে গেছে। খানাখন্দ ও গর্তে চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কটির অন্তত ২০টি স্থানে বড় আকারে ভেঙ্গে ও ধসে গেছে। এ ব্যাপারে কথা হলে উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, ক্ষতির পরিমান নিরুপন করে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু সড়ক ও ব্রিজের কাজ শুরু হয়েছে।

ট্যাগ :

সাঘাটায় গ্রামের রাস্তাগুলো সংস্কার না হওয়ায় চলাচলে বিপজ্জনক

প্রকাশিত : ১২:০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

দির্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার গ্রামের রাস্তা গুলোর এখন বেহাল অবস্থা। বিগত দুই বারের বন্যায় এসব কাঁচা-পাকা সড়কের দুপাশ ধসে গেছে। যানবাহন ও পায়ে হেটে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। এতে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। এব্যাপারে কোন পদক্ষেপ নেই এলজিইডির।
বিগত বন্যায় উপজেলার কাঁচা-পাকা ১৫টি রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। চলাচলের অনুপযোগী এসব রাস্তার দু’পাশ ধসে ও পিচ উঠে যাওয়ায় চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সরেজমিন দেখা গেছে, পদুমশহর-মজিদের ভিটা সড়কের ৫ কি: মি:, ভূতমারা-মিয়ারবাজার সড়কের ৪ কি: মি:, সাঘাটা-জুমারবাড়ি সড়কের ৭ কি: মি:, পবনতাইর সড়কের ৩ কি: মি:, ও জুমারবাড়ি-সোনাতলা সড়কের মেলান্দহ সেতু থেকে সোনাতলা পর্যন্ত ৩ কি: মি: অংশ ছাড়াও হলদিয়া, পদুমশহর ও বোনারপাড়া ইউনিয়নে ৫টি সড়কের বেহাল অবস্থা। এছাড়াও বোনারপাড়া-ত্রিমোহনী সড়ক ও ভাঙাব্রিজ এলাকা থেকে পশ্চিমবাটি সড়কটির দুপাশ বড় আকারে ধসে গেছে। খানাখন্দ ও গর্তে চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কটির অন্তত ২০টি স্থানে বড় আকারে ভেঙ্গে ও ধসে গেছে। এ ব্যাপারে কথা হলে উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, ক্ষতির পরিমান নিরুপন করে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু সড়ক ও ব্রিজের কাজ শুরু হয়েছে।