হবিগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ১ হাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে সদর উপজেলা কৃষি অধিদফতর রিচি এবং গোপায়া ইউনিয়নে পৃথক দু’টি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরের ইউএনও বর্ণালী পাল। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। এছাড়া গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সরকারের প্রণোদনা কর্মসূচির আওতার পাঁচটি ইউনিয়নের ১ হাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উফশী আউশ ধানের বীজ বিতরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করে এ পরিস্থিতিতে রাস্তায় বের হওয়া মানেই জীবন ঝুঁকি। সুরক্ষিত থাকার স্বার্থে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপকারভোগী কৃষকদের দৈনন্দিন কর্মকা- পরিচালনা করা উচিত।




















