সফলতার সাথে তিন বছর কাজ করে চর্তুথ বছরে পা দিয়েছে ডিজিটাল মিডিয়া প্রডাকশন- ল’ফতো। ফটোগ্রাফি ও ডিওগ্রাফিতে অনন্য অবদানরে জন্য ল’ফতো এরই মাঝে পেয়েছে ভিন্নমাত্রা, ঠাঁই করে নিয়েছে মানুষরে হৃদয়ে।
বর্ষর্পূতি উপলক্ষে মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীতে কেক কেটে প্রতষ্ঠিার্বাষকিী অনুষ্ঠান উদযাপন করা হয়। এ সময় ল’ফতোর প্রধান নির্বাহী আকাশ খান ও নাজমুল সঞ্জি সহ প্রতষ্ঠিানটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্ষর্পূতি উপলক্ষে ল’ফতোর ম্যানেজিং র্পাটনার আকাশ খান বলনে, সাফল্যের তিন বছর অতিক্রম করে চর্তুথ বছরে পদার্পনের অঙ্গীকার হবে আমাদরে সম্মানতি সেবা গ্রহীতাদরে আরো উন্নত সেবা নিশ্চিত করা। ল’ফতো ইতোমধ্যইে সকলরে বিশ্বস্ততা র্অজন করেছে। যা অন্যদের কাছে অনুকরণীয়।
আরেক ম্যানেজিং পার্টনার নাজমুল সঞ্জি বলেন, বর্ষর্পূতি উপলক্ষে ওয়েডিং ফটোগ্রাফিসহ সকল ধরনরে সার্ভিসে থাকছে বিশেষ বিশেষ ছাড়। যা আমাদের ফেসবুক পেইজ থেকে বিস্তারিত জানা যাবে।
প্রতিষ্ঠার শুরু থেকেইে ডিজিটাল মিডিয়া প্রডাকশন হিসেবে কাজ করছে ল’ফতো। এর কাজগুলোর মধ্যে উল্লখেযোগ্য হলো কর্পোরেট ইভন্টে, প্রডাক্ট, এ্যাডভার্টাইজিং, কমউিনকিশেন, ইন্ড্রাসটয়িাল, ওয়ডেইং, ফ্যাশন, পার্সোনাল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফী তৈরী করা।
ল’ফতো ইতোমধ্যে প্রাণ, ব্ল্যাকহর্স, ইউনাইটডে কর্মাশয়িাল ব্যাংক, সানিডে, ডিপ্লোমা সহ বিভিন্ন নামকরা প্রতষ্ঠিানরে সঙ্গে কাজ কএছে। এবং নিয়মিত গ্রে বাংলাদশেরে সাথে কাজ করছে। এছাড়াও তারা বিভিন্ন আয়োজনে পৃষ্টপোষক কিংবা সহযোগী হিসেবে থাকছনে। প্রতষ্ঠিানটি আগামীতেও আরো ভালো কছিু করবে বলেই আশাবাদী এর সদস্যরা।
ল’ফতোর ওয়বেসাইট : http://www.lfotto.com/ এবং ফেসবুক পেইজ : www.fb.com/lfotto


























