০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ব্যাংক-বিমাসহ তিনটি আর্থিক প্রতিষ্ঠান চায় এফবিসিসিআই

গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের সুযোগ না থাকলেও নতুন একটি ব্যাংক, একটি বিমা প্রতিষ্ঠান ও একটি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রবিবার অনুষ্ঠিতব্য সংগঠনটির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে বলে জানা গেছে। বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন হলে গঠনতন্ত্র ঠিক করাসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে এফবিসিসিআই সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, রবিবার সংগঠনটির ২০১৯-২১ মেয়াদের বোর্ডের পঞ্চম নিয়মিত সভা ডাকা হয়েছে। ওইদিন বিকল তিনটায় ভার্চু্যুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় ১৫টি এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গত বছরের ৮ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ নিয়মিত বোর্ডসভা ও চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় জরুরি সভার অনুমোদন এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা। এছাড়া সভায় রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ভবনের জন্য রাজউকের অনুমতি ও এফবিসিসিআই আইকন ৬০ এর অগ্রগতির বিষয়ে জানানো হবে। সভায় এফবিসিসিআই বিশ্ববিদ্যালয়ের নামের ছাড়পত্রের আপডেট, নতুন লোগো চালু, ডি-৮ শীর্ষ সম্মেলন এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে এনবিআরের ৪১তম পরামর্শমূলক কমিটি সভা ও মুজিববর্ষ উদযাপন এবং কোভিড-১৯ অনুদান বিষয়ে বোর্ড সভায় আলোচনা হবে। এফবিসিসিআইয়ের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮০ পরিচালক পদে ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে একজন বাদে সবাই প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ এ রাজারহাটে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রধান শিক্ষক শ্রেণি শিক্ষক নির্বাচিত

ব্যাংক-বিমাসহ তিনটি আর্থিক প্রতিষ্ঠান চায় এফবিসিসিআই

প্রকাশিত : ১২:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের সুযোগ না থাকলেও নতুন একটি ব্যাংক, একটি বিমা প্রতিষ্ঠান ও একটি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রবিবার অনুষ্ঠিতব্য সংগঠনটির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে বলে জানা গেছে। বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন হলে গঠনতন্ত্র ঠিক করাসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে এফবিসিসিআই সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, রবিবার সংগঠনটির ২০১৯-২১ মেয়াদের বোর্ডের পঞ্চম নিয়মিত সভা ডাকা হয়েছে। ওইদিন বিকল তিনটায় ভার্চু্যুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় ১৫টি এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গত বছরের ৮ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ নিয়মিত বোর্ডসভা ও চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় জরুরি সভার অনুমোদন এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা। এছাড়া সভায় রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ভবনের জন্য রাজউকের অনুমতি ও এফবিসিসিআই আইকন ৬০ এর অগ্রগতির বিষয়ে জানানো হবে। সভায় এফবিসিসিআই বিশ্ববিদ্যালয়ের নামের ছাড়পত্রের আপডেট, নতুন লোগো চালু, ডি-৮ শীর্ষ সম্মেলন এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে এনবিআরের ৪১তম পরামর্শমূলক কমিটি সভা ও মুজিববর্ষ উদযাপন এবং কোভিড-১৯ অনুদান বিষয়ে বোর্ড সভায় আলোচনা হবে। এফবিসিসিআইয়ের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮০ পরিচালক পদে ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে একজন বাদে সবাই প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রয়েছেন।