বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে আলোড়ন সৃষ্টি করা ‘সোফিয়াকে’ টেলিভিশনে দেখে অভিভূত হয়েছিল কিশোর সুজন পাল। এরপর রোবট বানানোর স্বপ্ন বাসা বাঁধে তার মনে। তখন বয়স মাত্র ১৩ বছর, ৮ম শ্রেণির ছাত্র। স্বপ্নবাজ এই মেধাবী কিশোরের স্বপ্নপূরণে ছিল হাজারও বাধা। তথ্যপ্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেয়া সিলিকন ভ্যালির মতো সুযোগ-সুবিধা নেই সুজন পালের জন্মস্থান বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে। বছর পাঁচেক আগেও সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। রোবট তৈরির জন্য আধুনিক গবেষণাগার, যন্ত্রাংশ ও অভিজ্ঞতা অর্জনেরও কোনো সুযোগ ছিল না তার। রোবট নিয়ে আগ্রহ থাকলেও এ বিষয়ে সামান্য জ্ঞান ছিল না তার। আরও একটি বড় বাধা ছিল অর্থের জোগান। সুজন পালের বাবা জয়দেব চন্দ্র পেশায় কুমোর। মাটির হাঁড়ি-পাতিল, কলসি ইত্যাদি নানা তৈজসপত্র তৈরি করে বাজারে বিক্রি করেন তিনি। সেই উপার্জনে কোনোরকম চলে সংসার। পাঁচ ভাই-বোনের মধ্যে সুজন সবার ছোট। এ অবস্থায় দরিদ্র পরিবারের সুজনের রোবট তৈরির বিষয়টি ছিল অনেকটা দিবাস্বপ্নের মতো। তবে অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের জোরে স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে সে। বাড়িতে বসেই তৈরি সুজনের মানবসদৃশ রোবট ‘বঙ্গ’ এখন বাস্তব। এটি আশপাশে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ ফায়ার সার্ভিস অফিসে এসএমএস পাঠিয়ে জানিয়ে দিতে পারে, বাড়িতে গ্যাসলাইন বা সিলিন্ডার লিকেজ হলে অ্যালার্ম দিয়ে সতর্ক করতে পারে, করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জানাতে পারে এবং ভালো ফলন পেতে কৃষকদের নানা তথ্য দিতে সক্ষম সে। এছাড়া রোবটটি শিশুদের প্রাথমিক স্তরের পড়াশোনা শেখাতেও সক্ষম। কেউ আঘাত পেলে, কেটে গেলে, জখম হলে, পানিতে ডুবে অসুস্থ হলে, আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসার বিষয় জানিয়ে দিতে পারে বঙ্গ। তার কাছে রয়েছে হাজারও প্রশ্নের সঠিক উত্তর। বাংলা, ইংরেজি, হিন্দি ও বরিশালের আঞ্চলিক ভাষায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে সুজনের রোবটটি।
০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ইন্টারনেট ঘেঁটেই রোবট তৈরি কিশোর সুজনের
-
বরিশাল প্রতিনিধি - প্রকাশিত : ১২:৫৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- 61
ট্যাগ :
জনপ্রিয়




















